English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ২০:৪৫

নিজের মেয়েকে স্ত্রী দাবি করল লম্পট বাবা!

অনলাইন ডেস্ক
নিজের মেয়েকে স্ত্রী দাবি করল লম্পট বাবা!

মেয়ের গলায় মঙ্গলসূত্র বেঁধে তাকে নিজের দ্বিতীয় স্ত্রী বলেও দাবি করেছে বছর একত্রিশের এক ব্যক্তি৷ ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগে সে তার ১২ বছরের মেয়েকে বিগত একবছর ধরে যৌন হেনস্তা করেছে৷

নির্যাতিতা নাবালিকার মাসি চাইল্ড হেল্প লাইনে এই ঘটনার কথা জানালে অভিযুক্তকে গ্রেফতার করা হয়৷ জানা গিয়েছে, নিজের স্ত্রীর উপরেও অত্যাচার করত ওই ব্যক্তি৷

মাদুরাইয়ের এসপি বিজয়েন্দ্র বিদারি জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে যৌন সুরক্ষা আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ নির্যাতিতা নাবালিকার মেডিকেল টেস্ট করা হয়েছে৷ যাতে যৌন হয়রানির কথা প্রমাণিত হয়েছে৷ নবালিকাকে আপাতত চাইল্ড ওয়েলফেয়ার কমিটি দেখাশোনা করছে৷ তবে সে এখন সুস্থ্য আছে চাইলে পরিবারের অন্য কেউ তাকে নিতে পারেন। খবর আনন্দবাজার পত্রিকার।