English Version
আপডেট : ১৮ মার্চ, ২০১৬ ২০:০৩

ক্লাসে বসেই অন্তর্বাস দেখছেন শিক্ষক? (ভিডিও)

অনলাইন ডেস্ক
ক্লাসে বসেই অন্তর্বাস দেখছেন শিক্ষক? (ভিডিও)

পর্ন ছবি জীবনে একবারও দেখেননি এমন ‘আতেল’ পৃথিবীতে হয়তো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সাধারণ নারীর অন্তর্বাস দেখে চমকে যাবেন এমন মানুষ ক’জন আছে তা আমার জানা নেই। তবে এটুকু বলা যায়বে খেয়ালী জীবন চরম বেদনা দায়ক হতে পারে। তেমনি একটি ঘটনা আমেরিকার সান দিয়েগোর একটি হাইস্কুলে।

পল সোয়ানসন নামে ওই শিক্ষক ক্লাসে বসে কম্পিউটারে মহিলাদের অন্তর্বাসের ছবি দেখছিলেন। হয় তো বান্ধুবীর জন্য কোনোটি তার পছন্দও হয়েছে তাই দুনিয়ার সব ভুলে তিনি ডুকে গেলেন অন্তর্বাসের জগতে। কিন্তু তিনি খেয়াল করেননি, তাঁর কীর্তি একেবারে লাইভ টেলিকস্ট হয়ে যাচ্ছে জায়ান্ট স্ক্রিনে।

আর এমন কানাই মাস্টারের ছাত্র কি এতোই বোকা? এক পড়ুয়া অবশ্য চুপি চুপি পুরোটাই তুলে নিয়েছিলেন তাঁর মোবাইলে। সেই ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে।