English Version
আপডেট : ১৩ মার্চ, ২০১৬ ১২:৪৩

জেনে নিন, কোন পোশাকে স্মার্ট দেখাবে আপনাকে

অনলাইন ডেস্ক
জেনে নিন, কোন পোশাকে স্মার্ট দেখাবে আপনাকে

নিজের আরো আত্মবিশ্বাসী করে তুলতে প্রয়োজন উপযুক্ত পোশাক নির্বাচন। যাতে আপনাকে দেখায় সাধারণ অথচ স্মার্ট। তাই পোশাক কেনার সময় খেয়াল রাখতে হবে, সেটা পরলে আপনাকে যেন বেমানান না দেখায়। দেখে নেওয়া যাক, কাকে কেমন পোশাক মানাবে-

১। চোখ ধাঁধিয়ে যাবে এমন পোশাক বাছাই না করাই ভালো। কিনতে হবে পোশাকের সঙ্গে মানানসই গয়না। গলায় পরতে পারেন সরু চেন। আর হাতের জন্য বাছুন ব্রেসলেট।

২। স্লিম ও ডেডিকেট অ্যাপিয়ারেন্স আছে এমন নারীরা যে কোনও ধরনের পোশাক পরতে পারেন। বড় বড় প্রিন্টেড পোশাকে বেশি ভালো লাগবে তাদের। এমনকি লম্বা লাইন দেওয়া বা জিকজ্যাক প্রিন্টের পোশাকেও দেখাবে আকর্ষণীয়।

৩। ভারী চেহারা হলে গলায় ভি- কাটিংয়ের পোশাক ভালো মানাবে। পরতে পারেন লং টি শার্ট ও স্ট্রেট লেগ প্যান্ট। টাইট ফিটিংস পোশাক পারলে এড়িয়ে চলুন। কাঁধ চওড়া হলে হল্টার নেক বা লং শার্ট ভালো  মানাবে।

৪। যারা নিজেদের ছিপছিপে ও লম্বা দেখাতে চান তারা আড়াআড়ি লাইন দেওয়া পোশাক কিনুন। ফুল ফুল ছাপা জামাতেও ভালো দেখাবে। সঙ্গে পরতে পারেন ভারী নেকলেস।