English Version
আপডেট : ১২ মার্চ, ২০১৬ ১৫:২৬

মেকআপে ক্ষতি হতে পারে গর্ভস্থ শিশু

নিজস্ব প্রতিবেদক
মেকআপে ক্ষতি হতে পারে গর্ভস্থ শিশু

গর্ভাবস্থায় মেকআপ ব্যবহার করলে ক্ষতি হতে পারে আপনার গর্ভস্থ সন্তানের। সম্প্রতি পাবলিক লাইব্রেরি অব সায়েন্স ওয়ানের এক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। মায়ের কসমেটিক্সে থাকা রাসায়নিক পদার্থের প্রভাবে কমে যায় গর্ভস্থ শিশুর বুদ্ধি।

গর্ভাবস্থায় যেসব কসমেটিক্স থেকে সাবধান থাকবেন- নেল পলিশ, হেয়ার ড্রায়ার, লিপস্টিক, হেয়ার স্প্রে ও সাবান।

গর্ভাবস্থায়  যেসব ব্যবহার করতে পারেন- কেমিক্যাল ছাড়া সানস্ক্রিন লোশন, নামী ব্র্যান্ডের সাবান, লিপস্টিক, নেল পলিশ, আইলাইনার ব্যবহার করলেও চিকিতৎসকের পরামর্শ নিয়ে তবেই ত্বকে লাগান, মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন।

জরুরি সতর্কতা- মনে রাখবেন মায়ের খাবার যেমন গর্ভস্থ শিশুর শরীরের জন্য উপকারী, তেমনই কসমেটিক্সের রাসায়নিক শিশুর বিকাশ কমাবে।

প্রয়োজন না হলে মেকআপ করবেন না। ত্বক যাতে নরম থাকে তার জন্য চিকিতৎসকের পরামর্শ নিয়ে প্রসাধন ব্যবহার করুন।

মনে রাখবেন, আপনি ভাল থাকলে সুস্থ থাকবে আপনার সন্তানও। আপনার বাহ্যিক সৌন্দর্যপ্রীতি মারাত্মক ক্ষতি করতে পারে অনাগত শিশুটির। যেহেতু তার জন্য এতকিছু ছাড় দিচ্ছেন, আর কটা দিন কেমিকেল সমৃদ্ধ প্রসাধন এড়িয়ে চলা কি যায় না?