English Version
আপডেট : ১০ মার্চ, ২০১৬ ০৯:৫৬

চোখ সেক্সি দেখাতে যা করবেন

অনলাইন ডেস্ক
চোখ সেক্সি দেখাতে যা করবেন

চোখ যে মনের কথা বলে। সত্যি প্রিয় মানুষের চোখই যেন কথা বলে। আর স্বপ্নের মানুষের চোখে তো পুরো পৃথিবী দেখাই যায়। তাই চোখের সৌন্দর্য বাড়ানোর জন্য বিউটিশিয়ানরা অনেক টিপস দিয়ে থাকেন সেগুলো মধ্যে নির্বাচিত কিছু টিপস আছে যা প্রত্যেকটি সুন্দরীরই প্রয়োজন হয়। তাহলে আসুন জেনে নেই সেই সব টিপস...  

১) চোখের এক্সারসাইজ দরকার। ভিটামিন এ, সি, ই-যুক্ত খাবার খাওয়া প্রয়োজন।

২) চোখ শুষ্ক লাগলে আই ড্রপ দেওয়া দরকার।

৩) খুব ভাল করে আই মেকআপ তোলা দরকার।

৪) আলুর রস ও গাজর, শশার রস যে কোনও একটা জুসের সঙ্গে আমন্ড তেল মিশিয়ে মাসাজ করলে চোখের কালি ও আইব্যাগ চলে যায়।

৫) চোখের মেকআপ খুব জরুরি, তাই আইশ্যাডো, মসকা, আইলাইনার এবং একটু ম্যাস করে কাজল লাগালে চোখ সেক্সি লাগবে।