English Version
আপডেট : ৯ মার্চ, ২০১৬ ১২:৩৭

ট্রায়াল রুমে ক্যামেরা আছে কিনা কী করে বুঝবেন?

অনলাইন ডেস্ক
ট্রায়াল রুমে ক্যামেরা আছে কিনা কী করে বুঝবেন?

দেশের বড় বড় শপিংমলগুলোয় রয়েছে কেনাকাটার নানারকম সব সুবিধা। পোশাকের মাপ ঠিকঠাক হল কিনা তা দেখার জন্য রয়েছে বিশেষ ট্রায়ালরুমও। তবে সাম্প্রতিক সময়ে সেসব ট্রায়াল রুম নিয়ে দেখে দিয়েছে হাজার বিপত্তি। সেখানে থাকতে পারে লুকনো কোনও ক্যামেরাও। কিন্তু আপনি কী করে বুঝবেন যে সেই ট্রায়ালরুমে কোনও ক্যামেরা লুকোনো নেই?

দেখা গেল শপিং মলের ট্রায়াল রুমে আপনি পোশাক বদলাতে গেলেন। আর সেখানে রাখা লুকনো ক্যামেরায় আপনার ব্যক্তিগত ছবি উঠে গেল। কীভাবে বুঝবেন ট্রায়াল রুমে কোনও ক্যামেরা আছে কিনা?

ট্রায়াল রুমে কোনও গোপন ক্যামেরা আছে কিনা, তা বোঝার একটা খুব সহজ উপায় রয়েছে। পোশাক বদলানোর আগে ট্রায়াল রুমে ঢুকে আপনার মোবাইল ফোনটি থেকে যে কোনও কাউকে ফোন করুন। যদি দেখেন যাঁকে ফোন করতে চাইছেন, তাঁর কাছে ঠিকভাবে ফোন গেল, তাহলে বুঝবেন সব ঠিক আছে। কোথাও কোনও লুকনো ক্যামেরা নেই। আর যদি দেখেন আপনার ফোন লাগছে না, তাহলে তৎক্ষণিক ট্রায়াল রুম থেকে বেরিয়ে পড়ুন। নিশ্চিত ওখানে কোনও ক্যামেরা লুকনো আছে।