English Version
আপডেট : ৪ মার্চ, ২০১৬ ১৩:৫১

নারীদেহকে উত্তেজিত করে যে দশটি খাবার

অনলাইন ডেস্ক
নারীদেহকে উত্তেজিত করে যে দশটি খাবার

 

বিশেষ সময়টিতে যদি আপনার প্রেয়সী উত্তেজিত না হয় তবে তো আনন্দটাই মাটি। মেডিক্যাল সায়েন্স বলছে, পুরুষের তুলনায় একজন মহিলার যৌনচাহিদা প্রায় সাড়ে তিনগুণ বেশি হয়ে থাকে। কিন্তু সকলের ক্ষেত্রেই এই তথ্য সমান নয়। বেশ কিছু ক্ষেত্রে উল্টো ঘটনাও দেখা যায়। সে ক্ষেত্রে কীভাবে বাড়ানো সম্ভব নারীর যৌন উদ্দীপনা?

বাজার চলতি কোনও ওষুধ বা প্রডাক্টের উপরে ভরসা না-রেখে শুধুমাত্র খাদ্যাভ্যাস পরিবর্তনেই নিজের কাঙ্ক্ষিত চাহিদায় পৌঁছতে পারেন একজন মহিলা। সেক্ষেত্রে কোনও সাইড-এফেক্টেরও ভয় থাকে না। উল্লেখ করা হল এমনই দশটি খাদ্যবস্তু, মহিলাদের যৌন-চাহিদার বাড়ানোর ক্ষেত্রে যাদের গুণাগুণ অপরিসীম।

০১। ব্রকোলি ০২। লবঙ্গ ০৩। খেজুর ০৪। আমন্ড ০৫। পেঁয়াজ ০৬। তরমুজ ০৭। আদা ০৮। জাফরান ০৯। লেটুস পাতা ১০। কলা