English Version
আপডেট : ২ মার্চ, ২০১৬ ১৭:৫৮

নিজেই যাচাই করে নিন আপনার মানসিক শক্তি

অনলাইন ডেস্ক
নিজেই যাচাই করে নিন আপনার মানসিক শক্তি

 

 

মনের সবচেয়ে শক্তিশালী দিক কোনটি, আপনার মন কী চায়?  কখনও ভেবেছেন কেন আমাদের মন একটা নির্দিষ্ট পথে কাজ করে? আমাদের মধ্যে কেন কেউ কেউ সৃষ্টিশীল, বুদ্ধিজীবী বা যুক্তিবাদী অথবা শৈল্পিক চিন্তার অধিকারী? নিজের মনের শক্তিশালী ক্ষমতাকে কখনও চিহ্নিত করেছেন? উত্তর খুঁজে নিন নীচের প্রশ্নে—   প্রশ্ন ১। আপনার কোন হাত সবথেকে  আগে চলে?

ক. ডান খ. বাম গ. দুই হাতই সমানতালে চলে   প্রশ্ন ২) আপনাকে সবচেয়ে বেশি টানে কি? ক। রামধনু খ। হাত গ। চোখ

প্রশ্ন ৩। ধাঁধার উত্তর দিতে আপনি কোন পথ ধরেন? ক। একাধিক চিন্তা মাথায় আনেন    খ। সূত্র-এর দিকে নজর রাখেন     গ। শেষ থেকে শুরু চিন্তা করেন

প্রশ্ন ৪। কী ভাবে শিখতে আপনি পছন্দ করেন? ক। ছবি দেখে    খ। কিছু শুনে    গ। হাতে-কলমে  

প্রশ্ন ৫। কোন সময় আপনি নিজেকে তরতাজা অনুভব করেন?

ক। একদম সকালে       খ। শেষ রাতে       গ। শরীর চর্চা করার পর প্রশ্ন ৬। আপনার আলমারি কতটা সুন্দর করে সাজানো থাকে? ক। ভালকরে সাজিয়ে-গুছিয়ে      খ। একদম লন্ডভণ্ড     গ। উপরের দুটোই

প্রশ্ন ৭। কীভাবে সমস্যার সমাধান করেন?   ক।ষষ্ঠেন্দ্রিয়র উপর ভরসা করে          খ। কারোর সাহায্য নিয়ে          গ। কোনও কিছু অনুধাবন করার মধ্য দিয়ে      *** এবার আপনার দেওয়া উত্তরের সঙ্গে মিলিয়ে নিন সঠিক উত্তর, ক্লিক করুন এই লিঙ্কে