English Version
আপডেট : ১ মার্চ, ২০১৬ ১৮:৩০

যে বয়সে বিয়ে মানেই ডিভোর্স

নিজস্ব প্রতিবেদক
যে বয়সে বিয়ে মানেই ডিভোর্স

 

যদিও বলা হয় বয়স কোন বিষয় না তবু কিছু ক্ষেত্রে তো অবশ্যই মহাগুরুত্বপূর্ণ বিষয়। এজন্যই প্রাচীন প্রবাদ আছে সময়ের কাজ সময়ে করাই ভাল। বিয়ের ক্ষেত্রেও এই নিয়মের ব্যত্যয় ঘটে না। বরং বিয়ের ক্ষেত্রে সঠিক বয়স আরও বেশী জরুরী। এমন অনেকেই আছেন যার কম বয়সেই বিয়ে করার জন্য বা মেয়েদের বিয়ে দেয়ার জন্য উঠেপড়ে লাগেন। অনেকে যেন আবার বিয়ের বিষয়টাই ভুলে যান। সাম্প্রতিক গবষণায় ধরা পড়েছে বাল্যবিবাহ এমনকি বেশী বয়সে বিয়ে করলেও তা টেকে না। তাই সঠিক বয়সটি বাছতে হবে।

গবেষণা বলছে, কেউ যদি ২০ বছর বয়সে বিয়ে করে তার ডিভোর্সের সম্ভাবনা ২৫ বছর বয়সে বিয়ে করা ব্যাক্তির চাইতে ৫০ গুণ বেড়ে যায়। ২৫ থেকে ৩০ এর মধ্যে বিয়ে করলে ডিভোর্সের সম্ভাবনা থাকে মাত্র ১১ শতাংশ। তাই ২৫-৩০ বছরই হলো বিয়ে করার আদর্শ সময়। এর আগে বা পরে বিয়ে করলেই লেগে যায় সমস্যা। অনেক ক্ষেত্রেই তা ডিভোর্স পর্যন্ত গড়ায়।

আবার যদি কেউ দ্বিতীয় বিবাহ করতে চান এবং আগের পক্ষের সন্তান থাকে তবে তো আর কথাই নেই। জীবন পুরোপুরি নরকে পরিণত হতে বেশীদিন লাগে না। অতীতের ছায়া এসে বর্তমানকে অন্ধকারে ঢেকে দেয়। যারা নিজের পছন্দে বিয়ে না করে পরিবারের চাপে বিয়ে করেন তাদের সুখী হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকে।