English Version
আপডেট : ১ মার্চ, ২০১৬ ১৪:২৫

সমুদ্রে সৈকতে গেলে ব্যাগে যে জিনিসগুলি অবশ্যই রাখবেন

অনলাইন ডেস্ক
সমুদ্রে সৈকতে গেলে ব্যাগে যে জিনিসগুলি অবশ্যই রাখবেন

 

সমুদ্র সৈকতে বেড়াতে যাবার কথা ভাবছেন? কুয়াকাটা, কক্সবাজার কিংবা এক্কেবারে সেন্টমার্টিন। শীত না থাকলেও বেড়াতে যাওয়ার মৌসুম এখনও চলে যায়নি। তাই বেড়িয়ে পড়ার আগে ব্যাগে রাখুন এই  কয়েকটি প্রয়োজনীয় জিনিস।

• ব্যাগে রাখুন বিচ টাওয়েল এবং ছোট বালিশ।

• রোদ থেকে বাঁচতে সঙ্গে রাখুন টুপি ও সানগ্লাস।

• ভিজে সুইমিংস্যুট পরে তো আর হোটেলে ফিরতে পারবেন না। তাই সঙ্গে রাখুন শুকনো জামা।

• বিকিনির উপর চাপিয়ে নিন হালকা টিউনিক। স্টাইলও হবে আবার আরামও মিলবে।

• সান স্ক্রিন কিন্তু মাস্ট। প্রতি ৪০ মিনিট পর পর সারা গায়ে লাগান সান স্ক্রিন লোশন।

• ব্যাগে রাখুন একাধিক সানগ্লাস। ঢেউয়ের ধাক্কায় পড়ে গিয়ে একটা হারালেও যাতে অসুবিধে না হয়।

• সঙ্গে রাখুন ইনসুলেটেড বিচ কুলার ব্যাগ।

• অবশ্যই সঙ্গে রাখুন পানি। ইনসুলেটেড বোতলে ঠান্ডা পানি ভরে রাখুন। রোদে আরাম পাবেন।

• সঙ্গে রাখুন লিপ বাম। রুক্ষ, শুষ্ক ঠোঁটের হাত থেকে বাঁচাবে লিপ বাম।

• ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, টাকা, মোবাইল রাখার জন্য ইনসুলেটেড ছোট ব্যাগ ব্যবহার করুন। জলে ভিজে যাবে না।