English Version
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:৩২

অন্তঃসত্ত্বা অবস্থায় স্বপ্নে যৌনতা বেশি আসে কেন?

অনলাইন ডেস্ক
অন্তঃসত্ত্বা অবস্থায় স্বপ্নে যৌনতা বেশি আসে কেন?

 

স্বপ্নে যৌনতা আসে প্রকৃতির স্বাভাবিক নিয়মেই। এই ঘটনা নারী-পুরুষ সবার ক্ষেত্রেই ঘটে থাকে। কিন্তু জানেন কি স্বপ্নে যৌনতা আসে অন্তঃসত্ত্বা থাকার সময়েও? কিন্তু অন্তঃসত্ত্বা থাকাকালীন যৌনতার স্বপ্ন আসে কিভাবে? বিজ্ঞানী এবং মনোবিদরা বলছেন, বিষয়টি শুনতে যতটা অদ্ভুত, বাস্তবে ততটা নয়।

চিকিৎসক এবং মনোবিদদের বক্তব্য, এটা একেবারেই স্বাভাবিক একটি বিষয়। কেন? এর ব্যাখ্যাও রয়েছে। বলা হচ্ছে, প্রেগন্যান্সির সময়ে স্তন এবং কুঁচকির মতো জায়গায় রক্ত চলাচল বেড়ে যায়। ফলে, এই সব এলাকাগুলি হয়ে ওঠে সংবেদনশীল।এর সঙ্গে যুক্ত হয় ইসট্রোজেন লেভেল এবং ভ্যাজাইনাল সিক্রেশন বেড়ে যাওয়া। আর এরই যোগফল হল স্বপ্নে যৌনতার আনাগোনা।তবে অন্ত:সত্ত্বা অবস্থায় সেক্স করার ক্ষেত্রে সাবধান হতে হবে যাতে জরায়ুতে পুরুষাঙ্গের আঘাত না লাগে। এমনকি পেটেও কোন চাপ দেয়া যাবে না।