English Version
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:৩৩

নগ্ন থাকতে ভালোবাসেন কেট

অনলাইন ডেস্ক
নগ্ন থাকতে ভালোবাসেন কেট

হলিউড সুন্দরী কেট হাডসন নগ্ন হয়েই থাকতে ভালোবাসেন। তিনি বাড়ীতে নগ্ন হয়ে থাকতে পারলে আর কিছু চান না। নিজের শরীরকে তিনি প্রচণ্ড ভালবাসেন। এবং এ শরীর ভালবাসার শিক্ষা নাকি তিনি পেয়েছিলেন তাঁর পরিবার থেকেই।

অতীতের হলিউড তারকা গোল্ডি হন কেটের মা। এক সময় হলিউড সেক্স সিম্বল ছিলেন গোল্ডি। তিনি যে উপযুক্ত শিক্ষাই মেয়েকে দেবেন সেটাই কাম্য।

কেট বলেছেন, তাঁর বাড়িতে নগ্নতা নিয়ে কোনও ইনহিবিশন ছিল না। ছোটবেলা থেকেই বহু সময়ে বাড়িতে তিনি নগ্ন হয়েই কাটাতেন।

সম্প্রতি ‘প্রিটি হ্যাপি’ শীর্ষক একটি বই লিখেছেন কেট। এই প্রসঙ্গেই একটি বিদেশি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নগ্নতার কথাটি বলেছেন। কেট বলেন, বাড়িতে ফিরেই দ্রুত পোশাক ছেড়ে নগ্ন হয়ে যান তিনি। একজন নৃত্যশিল্পী হিসেবে তিনি তাঁর শরীরকে ভালবাসেন। ঠিক যেমনটা বাসতেন তাঁর মা। 

এমনকী বাড়িতে বন্ধুরা এলে তাঁর মা স্বল্প পোশাকেই বসার ঘরে নেমে আসতেন এমনটাও জানিয়েছেন কেট। প্রথম প্রথম এই নিয়ে তাঁর অস্বস্তি থাকলেও পরবর্তীকালে তিনি উপলব্ধি করতে পারেন শরীর নিয়ে তাঁর মায়ের এই ‘দার্শনিক’ অভিমত। 

খবর এবেলা