English Version
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:১১

নারীদের চাহিদায় আমূল পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
নারীদের চাহিদায় আমূল পরিবর্তন

বেশিরভাগ বিয়ের বিজ্ঞাপনেই দেখানো হয় সুন্দরী ও ঘরোয়া নারীদের জন্য একটি ভালো ক্যারিয়ারের পুরুষ হলেই চলবে। কিন্তু যুগের সঙ্গে নারীদের চাহিদায়ও আমূল পরিবর্তন হয়েছে।

বর্তমানে জীবনসঙ্গীর গুণাবলী বলতে লম্বা, ফর্সা ও হ্যান্ডসাম ছেলের কথা অনেকেই বলে না। বরং উদার মানসিকতা, ভালো বোধজ্ঞানসম্পন্ন ও রান্না করতে জানা ছেলেরাই মেয়েদের পছন্দের শীর্ষে।

ম্যাট্রিমনিয়াল এক জরিপে জানা গেছে, ৫১.৯% নারীই চায় যে তাদের জীবনসঙ্গী হবেন, সে যেন তাদের গৃহস্থালি টুকিটাকি কাজে সহায়তা করেন।

যেখানে ৩৯.৫% নারীরা বলেছে, পুরুষদের রান্না করা জানতে হবে। আধুনিক মেয়েরা যদি তাই চিন্তা করে তাতে দোষ কী!

এ ছাড়াও আধুনিক মেয়েরা তাদের জীবনসঙ্গীর মধ্যে আর কী কী গুণাবলীর উপস্থিতি আবশ্যক বলে মনে করেন তা জেনে নেওয়া যাক-

পুরুষদের অল্প হলেও রান্না করা জানতে হবে। পাশপাশি ঘরের টুকিটাকি কাজে সহায়তা করতে হবে।

বিয়ের আগে এইডস আছে কিনা, তা পরীক্ষা করা। এবং অর্থনৈতিক নিরাপত্তা এবং স্বনির্ভরতা থাকাটা খুবই জরুরী।

যৌনতা সম্পর্কে খোলামেলা আলোচনা ও মাঝেমধ্যে অনুশীলন করা। পাশাপাশি যৌতুকের বিরুদ্ধে অনড় থাকা।

গার্লফ্রেন্ড বা বউকে যথেষ্ট সময় দেওয়া। এবং শাশুড়ির সঙ্গে কখনোই তুলনা না করা।

সন্তান ধারণের জন্য জোর না করা। আর কখনোই ক্যারিয়ার ত্যাগ করার কথা না বলা।

আধুনিক মেয়েদের এ সব চাওয়া নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে। কিন্তু আপনি যেখানে সব সময় আপনার পাশে একজন জীবনসঙ্গী পাচ্ছেন, সেখানে তার জন্য এতটুকু করতে পারাটা কি সত্যিই খুব কষ্টকর?

সূত্র : টাইমস অব ইন্ডিয়া