English Version
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:১৬

কেন মেয়েদেরও সঙ্গে কনডম রাখা উচিৎ? (ভিডিও)

অনলাইন ডেস্ক
কেন মেয়েদেরও সঙ্গে কনডম রাখা উচিৎ? (ভিডিও)

 

যৌনসুরক্ষা বজায় রাখা শুধু কি একজন পুরুষেরই দায়িত্ব? মোটেই নয়, দায়িত্ব মেয়েদেরও। নিরাপদ যৌনসঙ্গম নিয়ে প্রতিদিন টিভির পর্দায় ভেসে ওঠে অসংখ্য বিজ্ঞাপন। কিন্তু এই মজার ভিডিও দেখালো যৌনসুরক্ষার জন্য সবসময় নিজের কাছে প্রতিরোধক রাখা কতটা জরুরি। 'নিরোধক ব্যবহার করুন'। জনসার্থে প্রচারিত এই কথাটি সকলের মনে রাখা উচিত্।

সাবধানের মার নেই। এই কথাটাকেই নিজেদের সেফ সেক্স ভিডিওয় তুলে ধরল ব্রাইট ক্যানভাস। মহিলারা সতর্ক হলে অবাঞ্ছিত গর্ভধারণ ও যৌনরোগ এড়ানো যায়।

ভিডিওটি দেখুন এখানে