English Version
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:০১

ব্রা’র মাপ নেয়ার সঠিক পদ্ধতি জেনে নিন (টিউটেরিয়াল সহ)

অনলাইন ডেস্ক
ব্রা’র মাপ নেয়ার সঠিক পদ্ধতি জেনে নিন (টিউটেরিয়াল সহ)

 

ব্রা নারীদের বহুল ব্যাবহৃত অন্তর্বাস। কিন্তু ব্রা এর মাপ নির্ধারণে অনেকেই ভুল করে থাকেন। যেহেতু ভুল মাপের ব্রা নারীদের বিভিন্ন শারীরিক সমস্যার কারণ হতে পারে তাই ব্রা এর সঠিক মাপ নির্ধারণে গুরুত্ব দেয়া প্রয়োজন। জেনে নিন কীভাবে ব্রা এর সঠিক মাপটি নির্ধারণ করবেন।

ব্যাণ্ডের সাইজের মাপ নির্ধারণ : নিঃশ্বাস ত্যাগ করুন, ফুসফুস থেকে সমস্ত বাতাস বের করে দিন। এবার মেঝের সাথে সমান্তরাল করে বুকের চারদিকে ফিতা দিয়ে বক্ষোদেশের নিচে অর্থাৎ যেখানে ব্রা শেষ হয়ে গেছে, সেখানে মেপে নিন। দশমিক সংখ্যা এলে তার কাছাকাছি পূর্ণ সংখ্যা ধরবেন।

যেমন, ২৮.৫ ইঞ্চি বা এর কম হলে ২৮ ইঞ্চি ধরবেন। ২৮.৬ ইঞ্চি বা এর বেশি হলে ২৯ ধরবেন। সংখ্যাটা জোড় হলে, তার সাথে ৪ যোগ করবেন। সংখ্যাটা বিজোড় হলে, তার সাথে ৫ যোগ করবেন।

 

কাপের সাইজের মাপ নির্ধারণ : সোজা হয়ে দাঁড়িয়ে, হাত দুদিকে ছেড়ে দিয়ে, ব্রার উপরে যেখানে সর্বোচ্চ উঁচু, সেখানের মাপ নিন। খেয়াল রাখবেন যাতে মাপার সময় ফিটা মেঝের সমান্তরাল থাকে, কোথাও উঁচু-নিচু যেন না হয়। দশমিক সংখ্যা এলে তার কাছাকাছি পূর্ণ সংখ্যা ধরবেন। যেমন, ৩৪.৫ ইঞ্চি বা এর কম হলে ৩৪ ইঞ্চি ধরবেন। ৩৪.৬ ইঞ্চি বা এর বেশি হলে ৩৫ ধরবেন।

ব্রার সাইজের মাপ নির্ধারণ : কাপের সাইজের মাপ থেকে ব্যাণ্ডের সাইজের মাপ বিয়োগ দিন। এই সংখ্যাটা দিয়েই পেয়ে যাবেন কাপের সাইজ।এছাড়া ব্রা নির্বাচনের ক্ষেত্রে অন্য কারও সহযোগিতা নিতে পারেন। বেশী টা্‌ইট ব্রা আপনার স্তনের জন্য ক্ষতিকর।

দেখে নিতে পারেন নিচের টিউটেরিয়াল ভিডিওটি: