English Version
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:৪৫

৮টি লক্ষণ দিয়ে বুঝে নিন আপনার মানসিক রোগ আছে কিনা?

অনলাইন ডেস্ক
৮টি লক্ষণ দিয়ে বুঝে নিন আপনার মানসিক রোগ আছে কিনা?

 

মানসিক সমস্যা রয়েছে? ক্রমশ সাইকোপ্যাথ হয়ে যাচ্ছেন? কীভাবে বুঝবেন? চরিত্রে ফুটে ওঠে এমন কিছু লক্ষণ যা দিয়ে অনায়াসেই বোঝা যেতে পারে একজনের জটিল মানসিক পরিস্থিতি। কী সেই লক্ষণগুলি? কীভাবেই বা বুঝবেন মানসিক সমস্যা চরমে পৌঁছেছে কি না?

১. স্কিৎজোফ্রেনিক হলে তর্জনি সাধারণত অনামিকার থেকে লম্বা হয়।

২. কথায় কথায় ‘‘উম’’, ‘‘উফ’’, ‘‘আহ্’’-গোত্রের শব্দ উচ্চারণ করা সাইকোপ্যাথদের লক্ষণ।

৩. সাইকোপ্যাথদের ঘ্রাণশক্তি কমজোরি হয়।

৪. নিজেদের ‘ইগো’ সুরক্ষিত রাখতে সাইকোপ্যাথরা প্রয়োজনের থেকে অনেক বেশি উদ্যোগী হন।

৫. দেখা গিয়েছে, ইন্টারনেটে সাবলীল যাতায়াত, অনেকক্ষণ সময় কাটানো সাইকোপ্যাথদের অন্যতম লক্ষণ।

৬. প্রয়োজনে এরা ভয়ানক নির্মম হয়ে উঠতে পারেন।

৭. ভয় বস্তুটা কী, তা সম্পর্কে এদের কোনও ধারণাই থাকে না।

৮. ব্যবসা এদের পছন্দের বিষয়।