English Version
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:০৪

শুধু শরীর দেখালেই যৌন আবেদনময়ী হওয়া যায়?

অনুবাদ
শুধু শরীর দেখালেই যৌন আবেদনময়ী হওয়া যায়?

 

শুধু শরীর দেখালেই কি যৌন আবেদনময়ী হওয়া যায়? মোটেই না। যৌন আবেদন অবশ্যই এমন একটি বিশেষত্ব যা সবার মাঝে থাকেনা। সবার মাঝে নিজেকে আলাদাভাবে উপস্থাপনের ক্ষেত্রে যৌন আবেদনময়ীরা ওস্তাদ। যৌন আবেদন না থাকলে বেশীরভাগ ক্ষেত্রেই সঙ্গী জোটানো মুশকিল হয়ে পড়ে। কিন্তু আগে তো জানতে হবে যে বিষয়টা কি তাই না? নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই যৌন আবেদন অতি জরুরী। নিচে দেওয়া হলো এমনই কিছু টিপস।

১. যৌন আবেদন বৃদ্ধির প্রথম শর্ত হলো নিজের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। ছেলেদের দেহ যত পেশীবহুল হয় তার যৌন আবেদন তত বৃদ্ধি পায়। আর মেয়েদের ক্ষেত্রে মুটিয়ে যাওয়া চলবে না। আবার ডায়েটিং করতে করতে একেবারে হাড় জিরজিরে হয়ে গেলেও আপনার যৌন আবেদন শুন্যের কোঠায় চলে আসবে। মেয়েদের স্তন ও নিতম্বের উচ্চতা নিয়ন্ত্রণে রাখতে হবে। মনে রাখতে হবে আপনার যৌন আবেদন বৃদ্ধিতে এই দুটি অঙ্গের সুন্দর গঠনের ভূমিকা বিশাল।

২. কারও সাথে কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। বেশী ভাব নেবেন না তবে সবই ভেস্তে যাবে। স্বাভাবিকভাবে এদিক ওদিক না তাকিয়ে বিপরীত লিঙ্গের সাথে কথা বলুন। মিস্টি করে হাসুন। আকর্ষণ বাড়াতে সুন্দর হাসির জুড়ি নেই। হাত ছেড়ে রাখুন। একেবার মূর্তির মত দাঁড়িয়ে থাকবেন না। আবার যতটুকু প্রয়োজন তার বাইরে বেশী হাত নাড়াচাড়া করবেন না। সকলের কাছে ইন্টারেস্টিং পারসন হিসেবে নিজেকে উপস্থাপন করুন।

৩. স্পষ্ট করে কথা বলুন। মেয়েরা স্পষ্টবাদী ছেলে পছন্দ করে। আবার মিনমিনে স্বভাবের মেয়েরাও কিন্তু ছেলেদের পছন্দের তালিকায় থাকে না। তাই কথা এমনভাবে বলুন যাতে অপরের শুনতে কষ্ট না হয়। একটানে হড়বড় করে কথা বলে যাবেন না। মেয়েরা মজার কোন কথা বলার সময় বিপরীত লিঙ্গের শরীর ছুঁয়ে দিন। কিল ঘুষি চিমটিও মারতে পারেন। আর ছেলেরা নিশ্চিত না হয়ে এই কাজ ভুলেও করতে যাবেন না।

৪. পরিস্কার পরিচ্ছন্নতার প্রতি নজর দিন। ত্বক পরিস্কার রাখার চেষ্ঠা করুন। কালো মানুষের সেক্স অ্যাপীল নেই এটা সম্পূর্ণ ভুল কথা। ফর্সা-কালো বিষয় নয়; বিষয়টা হলো আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করছেন। পরিস্কার পরিচ্ছন্ন মানুষকে সবাই পছন্দ করে। দেহে ঘামের দূর্গন্ধ নিয়ে কারও সামনে গেলে আপনার সেক্স অ্যাপীল রকেটের বেগে পালাবে। একমাত্র যৌনসঙ্গী ছাড়া ঘামের গন্ধ কারও কাছে পছন্দনীয় হতে পারেনা। পিরিয়ডের সময় যাতে দূর্গন্ধ না হয় সেদিকে খেয়াল রাখবেন।

৫. সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকের মাঝে একজন হতে হলে আপনাকে অবশ্যই আত্মবিশ্বাসের সাথে সবার আগে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্জন করতে হবে। দায়িত্ব নিতে হবে। সিদ্ধান্তের পেছনে যৌক্তিক কারন থাকতে হবে। নইলে আবার হাসাহাসির কবলে পড়তে পারেন। আপনার ভেতর থেকে যত পরিমাণ আত্মবিশ্বাস প্রকাশিত হবে আপনার যৌন আবেদন অন্যদের কাছে ততই বাড়বে।

৬. বিভিন্ন একস্ট্রা কারিকুলার এক্টিভিটিজে নিয়োজিত থাকুন। গান, নাচ, লেখালেখি, বক্তৃতা, বিতর্ক, কোন কিছু জমানোর শখ, প্রযুক্তি সম্পর্কে ব্যাপক জ্ঞান ইত্যাদি আপনার আকর্ষণ অন্যের কাছে বৃদ্ধি করে।

৭. যৌন আবেদনের ক্ষেত্রে পোশাক একটি গুরুত্বপূর্ণ বিষয়। মেয়েরা শুধু ছোট পোশাক আর ছেলেরা ছেঁড়া ফাটা জিন্স পরলেই যৌন আবেদন বাড়ে না। নারী-পুরুষ উভয়কেই মাথায় রাখতে হবে আমাদের দেশের সংস্কৃতির বিষয়টি। এদেশের ছেলেরা সালোয়ার-কামিজ কিংবা শাড়ি পরিহিত মেয়েদেরকেই বেশী পছন্দ করে। শরীর দেখাতে চাইলে এসব পোশাকেও তা সম্ভব। সুন্দর করে বিশেষ কায়দায় শাড়ি কিংবা ফিটিং সালোয়ার-কামিজ পরলে আপনার স্তন ও নিতম্ব স্বাভাবিকভাবেই দৃশ্যমান থাকবে। লাল রঙ্গের পোশাক ছেলেরা বেশী পছন্দ করে। আর ছেলেরা ছেঁড়া ফাটা জিন্স নিতম্বের নিচে পরে বেরালেই মেয়েদের চোখে পড়া যায়না। মেয়েরা ছেলেদের শরীর দেখানো অপছন্দ করে। আবার এক্কেবারে ইন করে বাবুসোনা সেজে থাকলেও হালে পানি পাবেন না। যে পোশাকে আপনাকে মানাবে সেটাই পরুন। বেশী জবরজং প্রিন্ট না পরে একরঙ্গা কাপড়ই পুরুষের প্রতি মেয়েদের আকর্ষণ বাড়ায়।

৮. নিজেকে রহস্যময় রাখুন। নিজের সম্পর্কে কম কথা বলুন। সব হড়বড় করে না বলে অন্যেরটা শোনার চেষ্ঠা করুন। নিজেকে যে বড় হিসেবে দেখাতে যায় তাকে কেউ পছন্দ করে না। নিজের সম্পর্কে প্রতিটি বিষয়ের বিস্তারিত বলার দরকার নেই তাকে। একটু মিস্ট্রি রাখুন। এতে আপনাকে জানার জন্য অপরের আগ্রহ বাড়বে। আবার একেবারেই কিছু না বললে কিংবা মিথ্যা বললে সেটা অপরের জন্য বিরক্তির কারন হবে।