English Version
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:৩৬

সামাজিক যোগাযোগ ব্যবহারে কমছে যৌন আগ্রহ

নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগ ব্যবহারে কমছে যৌন আগ্রহ

মানুষের যৌনজীবনে বিরূপ প্রভাব ফেলেছে আধুনিকতা। অর্থ নিয়ে উদ্বেগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ব্যাপক ব্যবহারের কারণে কমে যাচ্ছে মানুষের যৌন আগ্রহ। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য জানা গেছে।

১৬ থেকে ৪৪ বছর বয়সী ব্রিটেনের ১৫ হাজারেরও বেশি মানুষের ওপর জরিপ চালিয়ে গবেষকরা দেখেছেন তারা মাসে পাঁচবারেরও কম যৌন সম্পর্কে জড়ান। অথচ, দুই দশক আগেও এই প্রবণতা অনেক বেশি ছিল। ১৯৯৯-২০০১ ও ১৯৯০-৯১ সালে করা ন্যাশনাল সার্ভে অব সেক্সচুয়াল অ্যাটিটুডস অ্যান্ড লাইফস্টাইলসের করা জরিপে দেখা গেছে, মাসে ছয়বারেরও বেশি তারা এ ধরনের সম্পর্কে জড়াতেন। ব্রিটিশ মেডিকেল সাময়িকী লানসেটে এ জরিপ প্রকাশিত হয়েছে। সূত্র: বিবিসি।

এ ব্যাপারে ইউনির্ভাসিটি কলেজ লন্ডনের ড. কথ মারসার বলেন, ‘মানুষ চাকরি ও অর্থ নিয়ে উদ্বিগ্ন থাকে। তাই তাদের খুব একটা যৌন আগ্রহ থাকে না।’ তবে আধুনিক প্রযুক্তি অনেক সময় যৌন আগ্রহ বাড়ানোর পেছনেও ভূমিকা রাখে।

তিনি বলেন, ‘মানুষের হাতে হাতে এখন ট্যাবলেট, স্মার্টফোন। এগুলো সহজে বহনযোগ্য। মানুষের যৌনজীবনেও এগুলো ভূমিকা রাখে।’

তিনি আরও জানান, ১৬ থেকে ৪৪ বছর বয়সীরা যৌন সম্পর্কের বিকল্প হিসেবে অনলাইন পর্নোগ্রাফিরও সাহায্য নেন।

জরিপে ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্কের জড়ানোর বিষয়টিও ওঠে এসেছে। গবেষণরা দেখেছেন প্রতি ১০ জন নারীর মধ্যে একজন ও ৭০ জন পুরুষের মধ্যে একজন ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্কে জড়াতে বাধ্য হন।