English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:০৮

‘সেক্স-চ্যাটিং’এ বিপদ? যে ১০টি বিষয়ে সতর্ক থাকা জরুরী

অনলাইন ডেস্ক
‘সেক্স-চ্যাটিং’এ বিপদ? যে ১০টি বিষয়ে সতর্ক থাকা জরুরী

 

 

এই স্মার্টফোন আর দ্রুতগতির ইন্টারনেটের যুগে সেক্স চ্যাটিং খুব একটা অস্বাভাবিক কিছু নয়। বরং জুটিদের মাঝে পারস্পারিক সম্পর্ক ধরে রাখতে এটা খুবই সহায়ক। কিন্তু এই সেক্সটিং-এর জন্যই অনেক সময়ে বিপদে পড়তে হয়। আবার অপরিচিতদের সাথেও প্রচুর সেক্স চ্যাটিং হয়। বিশেষ করে মেয়েদের বিপদ একটু বেশিই। একটু সতর্ক থাকলে কিন্তু বিপদ এড়িয়েই সেক্সটিং করা যায়।

কী কী করবেন? রইল কয়েকটি টিপ্‌স:

১.কোনভাবেই নগ্ন ছবি পাঠাবেন না। এটিই প্রথম শর্ত। শরীরের কোন অংশেরই নগ্ন ছবি পাঠানো ঠিক নয়।

২. যদি পাঠাতেই চান তবে আপনাকে সহজে চেনা যায়, এমন ছবি অপরিচিতদের সাথে অবশ্যই ব্যাবহার করবেন না।

৩. ছবি পাঠানোর আগে ব্যাকগ্রাউন্ডে কী আছে দেখে নিন। আপনার ঘর যাতে সহজেই চেনা না যায়।

৪. ছবি পাঠানোর সাথে সাথে নিজের ক্যামেরা থেকে ডিলিট করে দিন।

৫. মনে রাখুন, নিজেকে সেক্সি দেখাতে সর্বদা নগ্ন হতে হয় না।

৬. এমন কিছু লিখবেন না, যা আপনার বিরুদ্ধে পরে ব্যবহার করা যেতে পারে।

৭. যা-ই লিখবেন, অনেক রেখে-ঢেকে। এমন কিছু লিখুন, যার দু’রকম অর্থ হয়।

৮. বিদ্বেষমূলক কথাবার্তা একেবারেই নয়। কাউকে হুমকি ধামকি দিবেন না। পছন্দ না হলে সম্পর্ক বাদ দিন।

৯. অপরিচিত কারও সাথে নিজের কিংবা আপনার পরিবার, বন্ধুদের পরিচয় দিবেন না। যে কাজ করার জন্য চ্যাটিং করছেন সেটা নিয়েই থাকুন।

১০. কারও ছবি ব্যাবহার করে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্ঠা করলে জেলের ভাত নিশ্চিত। আজ হোক কাল হোক আপনার কোন নিস্কৃতি নেই। তাই যদি মনে করেন ‘কেউ আমাকে ধরতে পারবে না’ তবে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন।