English Version
আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:১১

ঐশ্বর্য রাই বচ্চন- ৩৮ বছর বয়সে মা হন ঐশ্বর্যা।

নায়িকারা মা হয়েছেন বেশি বয়সে
নিজস্ব প্রতিবেদক
ঐশ্বর্য রাই বচ্চন- ৩৮ বছর বয়সে মা হন ঐশ্বর্যা।

তিরিশ পেরিয়ে গেলে মা হওয়া নিয়ে চিন্তায় ভোগেন অনেক মহিলাই। তবে চিকিত্সা ও সঠিক লাইফস্টাইলের সাহায্যে ৩৫ পেরিয়ে মা হওয়াও এখন সহজ বলেই মনে করেন চিকিত্সকা। এই গ্যালারিতে দেখে নেব এমন কিছু বলিউডি নায়িকাদের যাঁরা কেউ মা হয়েছেন ৩৫-এ, কেউ বা ৪০ পেরিয়ে গিয়ে।