জেনে রাখুন ভ্যালেন্টাইন্স উইকের ১০ টিপ্স

রোজ ডে থেকেই শুরু ভ্যালেন্টাইন উইক। এবারে প্রেম সপ্তাহের শুরু এবং শেষ দু’টোই উইক এন্ডে। তাই চুটিয়ে প্রেম করার প্রচুর সুযোগ রয়েছে। যতটা পারা যায় এই সুযোগের সদ্ব্যবহার করুন।
এসে পড়ল বছরের সবচেয়ে রোম্যান্টিক সময়। এ বছর আক্ষরিক অর্থেই প্রেমের সপ্তাহ। একে ভ্যালেন্টাইন্স উইক তার উপর সরস্বতী পুজো অর্থাৎ ‘বং’ প্রেম দিবস। এই গোটা সপ্তাহে আপনার সেক্স অ্যাপিল যেন থাকে তুঙ্গে। কী কী করলে বাড়াতে পারেন সেক্স অ্যাপিল তা দেখে নিন এক ঝলকে—
১) মসৃণ এবং উজ্জ্বল ত্বক হল সেক্স অ্যাপিল বাড়ানোর মূল মন্ত্র। সম্ভব হলে একবার বডি এবং হেয়ার স্পা করে নিন। শরীর ঝরঝরে হবে, স্ট্রেস কমে যাবে আর ত্বকে একটা জেল্লা আসবে। স্পা না করতে পারলে বাড়িতেই ভাল করে বডি স্ক্রাবিং করে সারা গায়ে ময়শ্চারাইজার লাগান।
২) একদম অন্য রকম একটা হেয়ার কাট করে নিন যাতে সব মিলিয়ে লুকটা চোখে পড়ার মতো বদলে যায়। যেসব মেয়েদের লম্বা চুল, তাঁরা বেশ কয়েকটা নতুন স্টাইলিং এক্সপেরিমেন্ট করে নিন যাতে ডেটে গেলে আপনার থেকে চোখ সরাতে না পারে।
৩) একটা জবরদস্ত ট্যাটু করে নিন। সেক্স অ্যাপিল বাড়াতে এর চেয়ে ভাল উপায় আর হয় না। নাভির কাছে, কোমরে বা পিঠের ট্যাটু খুবই আকর্ষণীয়। আরও একটু সাহসী হলে তলপেটের তলায় বা যৌনাঙ্গের কাছাকাছি ট্যাটু করতে পারেন। সে সব না করতে না চাইলে, মেয়েরা কলার বোনের ঠিক নীচে একটা সুন্দর ফুল, প্রজাপতি বা কোনও মোটিফ ট্যাটু করে নিন। ছেলেরাও ট্যাটু করতে পারেন কোনও মোটিফ।
৪) খুব ভাল একটা পারফিউম কিনে নিন। সেক্স অ্যাপিল বাড়ানোর সবচেয়ে সহজ উপায় হল পারফিউম। ডেট থাকলে তো বটেই, না থাকলেও এই গোটা সপ্তাহটাই মাখুন এই সুগন্ধি। বলা কী যায়, এই সুগন্ধের টানেই কাছে আসতে পারেন কেউ।
৫) ঠিকমতো পোশাক নির্বাচন করলে এক ঝটকায় হয়ে উঠতে পারেন অ্যাপিলিং। মেয়েদের যে সব সময় লিট্ল ব্ল্যাক ড্রেসই পরতে হবে এমন কোনও কথা নেই। শাড়ি পরলে ব্লাউজটা হওয়া চাই সেক্সি। আবার সিম্পল একটা স্লিভলেস জাম্পসুটেও বেড়ে যেতে পারে অ্যাপিল। সঙ্গে ঠিকঠাক জুতো আর অ্যাকসেসরিজ চাই। আর পোশাক নিয়ে বিব্রত না হয়ে ঠিকমতো ক্যারি করতে পারলেই আপনি সেক্সি।
৬) ব্রেন হল সবচেয়ে বড় সেক্স অর্গ্যান। সেক্স অ্যাপিল থেকে শুরু করে সেক্সক্ষমতা, সবকিছুর পিছনেই রয়েছে মস্তিষ্কের অবদান। শুধুমাত্র সুঠাম শরীর থাকলেই অ্যাপিলিং হয়ে উঠবেন এমনটা ভাবার কোনও কারণ নেই। যাঁরা সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে খোঁজখবর রাখেন, বিশেষ করে অত্যাধুনিক গ্যাজেট, বাইক, অ্যাপ্স নিয়ে ঘাঁটাঘাঁটি করেন, অন্যদের কাছে তাঁরা খুবই সেক্সি।
৭) কী ধরনের জীবনযাপন করেন তার উপরেও নির্ভর করে আপনি কতটা অ্যাপিলিং। আপনার যদি বিশেষ কোনও হবি থাকে আর তা নিয়ে যদি আপনি খুব বেশি প্যাশনেট হন, তবে সেটা বাড়িয়ে দেয় আপনার অ্যাপিল। যদি তেমন কিছু না থাকে, তবে নতুন করে কিছু শুরু করতে পারেন কাল থেকে আর সেই কথাটা ফেসবুক স্টেটাসে অবশ্যই জানাবেন। লিখবেন যে আপনি হঠাৎ প্রেমে পড়েছেন আর সেই ‘প্রেম’ হল এই নতুন হবি। এতে আপনার সম্পর্কে নতুন করে আগ্রহ তৈরি হবে অন্যদের এবং আপনার কাছের মানুষেরও।
৮) যাঁরা আচরণে বেশি প্রেমাক্ত ভাব দেখান, তাঁদের সেক্স অ্যাপিল বেশ তলার দিকে। জানবেন যাঁরা নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন বেশি, অন্যদের কাছে তাঁরাই বেশি অ্যাপিলিং। নতুন কারও সঙ্গে আলাপ হলে কম কথা বলুন প্রথমে আর যদি সিঙ্গল না হন তবে ভ্যালেন্টাইন্স উইক নিয়ে কথাবার্তা-প্ল্যানিংয়ের সময় অতিরিক্ত অনুনয় করবেন না।
৯) সেলফি কিং আর সেলফি কুইনদের সেক্স অ্যাপিল কিন্তু সাম্প্রতিক কালে খুবই বেশি। সেলফি তোলার খুব বেশি অভ্যাস না থাকলে আজ থেকেই শুরু করুন। দিনে অন্তত দু’টো সেলফি পোস্ট করুন ইনস্টাগ্রাম এবং ফেসবুকে। ইনস্টাগ্রামে প্রোফাইল না থাকলে আজকেই প্রোফাইল তৈরি করুন। আগে ইনস্টাগ্রামে ছবি আপলোড করে তার পর ফেসবুকে শেয়ার করুন যাতে আপনি যে ইনস্টাগ্রামে আছেন সেটা সকলের নজরে পড়ে।
১০) ইনস্টাগ্রামের মতোই ‘সেক্সি’ ট্রেন্ড হল ‘ডাবস্ম্যাশ’। ঝপ করে এই অ্যাপটি ফোনে ডাউনলোড করে একটি ডাবস্ম্যাশ করে ফেলুন। বন্ধু বা বান্ধবীকে ইমপ্রেস করতে হোয়াট্সঅ্যাপ করে দিন সেই ভিডিও। খুব ভাল হয় রোজ ডে-তেই যদি এই সারপ্রাইজটা দিতে পারেন।