English Version
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:২৮

অনন্ত যৌবন লাভের প্রথম পরীক্ষা সফল!

অনলাইন ডেস্ক
অনন্ত যৌবন লাভের প্রথম পরীক্ষা সফল!

 

কোনরকম শক্তিবর্ধক, ভায়াগ্রা কিংবা কোন ভন্ড কবিরাজের অষুধ; কোনকিছুই আর প্রয়োজন হবেনা যৌবন ধরে রাখার জন্য। বহু প্রতীক্ষীত যৌবন ধরে রাখার উপায় পেয়ে গেছেন বিজ্ঞানীরা। বিশেষ চিকিৎসার মাধ্যমে আপনার বার্ধক্যকে দূরে ঠেলে যৌবনকে দীর্ঘস্থায়ী করা সম্ভব! ইতোমধ্যেই প্রথম গবেষণায় সফল হয়েছেন বিজ্ঞানীরা। রিপোর্ট জার্নাল নেচার-এর।

ইঁদুরের উপর ‘এলিক্সার অব ইয়ুথ’ পদ্ধতির চিকিৎসা প্রয়োগ করে দেখা গেছে শুধু যৌবন ধরে রাখাই নয়, একই সঙ্গে আয়ু বেড়ে যায় ৩৫ শতাংশ। তাহলে সেই গোপন টোটকা কি? বিজ্ঞানীরা বলেছেন, বয়সের সাথে বৃদ্ধ হয়ে যাওয়া কোষগুলিকে সরিয়ে ফেলার মধ্যেই রয়েছে সেই গোপন টোটকা। জেনেটিক্যালি মোডিফাইড ইঁদুরের উপর এই পরীক্ষা চালিয়ে বিজ্ঞানীরা বিস্মিত হন। তার দেখেন এতে ইঁদুরের আয়ুই বেড়েছে তা নয়, তাদের স্বাস্থ্যও ভাল হয়েছে। পরীক্ষায় প্রমাণিত হয়, চিকিৎসার পর ইঁদুরগুলোর হার্ট ও কিডনী অনেক ভালো কাজ করছে। ফলে তারা অনেক চনমনে।

তবে মানুষের শরীরে এই চিকিৎসা কতটুকু ফলপ্রসু হবে সে বিষয়ে বিজ্ঞানীরা এখনই নিশ্চিত কিছু বলেননি। তবে তাদের তৈরি যৌগ দিয়ে বার্ধক্য দূর করা সম্ভব এ বিষয়ে তারা চরম আত্মবিশ্বাসী। গবেষকদের বক্তব্য অনুযায়ী, জেনেটিক্যালি মোডিফাইড ইঁদুরের শরীরে ‘সুইসাইড জিন’ ঢুকিয়ে দেয়া হয়। যার কাজ হলো বৃদ্ধ হয়ে যাওয়া কোষগুলিকে চিহ্নিত করে ধ্বংস করা।

আমেরিকার মায়ো রিসার্চ সেন্টারে এই গবেষণাদলের প্রধান ড্যারেন বাকের বলেছেন, চিরযৌবন পেতে আর বেশীদিন অপেক্ষা করতে হবে না। বর্তমানে এই চিকিৎসার কোন পার্শপ্রতিক্রিয়া আছে কিনা তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।