English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:০৫

প্রেম কতদিনে মন থেকে শরীরে স্থান নেয়?

অনলাইন ডেস্ক
প্রেম কতদিনে মন থেকে শরীরে স্থান নেয়?

 

প্রেমের অবশ্যম্ভাবী পরিণতি শরীরী ভালবাসায়। যা আগেও ছিল এখনও আছে এবং ভবিষ্যতে এটা বেড়েই চলবে। প্রেমের অনুভূতি মন থেকে শরীরের বাসা বাঁধে হামেশাই। মনের সরণি বেয়েই আসে শরীর। কিন্তু ঠিক কতদিন লাগে সেটা হতে? কত দিন অপেক্ষা করতে রাজি হন জুটিরা? মনের শিকলে শরীরকে বেঁধে রাখাই বা কতদিন সম্ভব? এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন গবেষকরা।

শুরুতেই জানিয়ে রাখা ভাল, অনেকেই রয়েছেন, যারা বিয়ের আগে সম্পর্কের মধ্যে শরীর আনতে চান না। বর্তমান যুগে এই সংখ্যাটা দিন দিন কমে যাচ্ছে। কিন্তু অনেকেই বলছেন, ‘পিউরিটান’ মানসিকতা বোঝার মতো বয়ে চলার কোনও যুক্তি নেই। প্রেমের সম্পর্কে শরীর আসে-যা বিজ্ঞানও স্বীকার করে।

২০০০ লোকের উপর ‘ম্যাচ’ নামক একটি ডেটিং সাইট সমীক্ষা চালায়। সমীক্ষার ফলাফলে দেখা গেছে, অন্তত ২৫ শতাংশ জুটি সম্পর্ক দু’মাস গড়ানোর মাঝেই সেক্সে রাজি। ১০ শতাংশ রাজি দু’বছর অপেক্ষা করতে।

তবে মজার তথ্য এখনও বলা হয়নি; তা হলো ২১ শতাংশ জুটি সম্পর্ক হওয়ার প্রথম সপ্তাহেই সেক্স-এ রাজি। তবে বিশেষজ্ঞরা প্রেম থেকে যৌন সম্পর্কের আগে সবকিছু ভাল করে পর্যবেক্ষণ করে নেয়ার কথা বলেছেন। বিশেষ করে মেয়েদের এ বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়া দরকার। এবং অবশ্যই যৌন সম্পর্কের সময় গর্ভনিরোধক ব্যাবহার করা অত্যন্ত জরুরী।