English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:১৫

এই ভ্যালেনটাইনসে কোন রঙের গোলাপ দেবেন আপনার ভ্যালেনটাইনকে?

অনলাইন ডেস্ক
এই ভ্যালেনটাইনসে কোন রঙের গোলাপ দেবেন আপনার ভ্যালেনটাইনকে?

 

এইতো আর মাত্র ৯ দিন পর ভ্যালেনটাইনস ডে। এরই মধ্যে একটা কমলা গোলাপ কিনে নিন। ভ্যালেনটাইনস ডে-র দিনে আপনার ভ্যালেনটাইনের হাতে গুঁজে দিন একটা সদ্যফোটা কমলা গোলাপ। সঙ্গী যদি বুদ্ধিমান বা বুদ্ধিমতি হন, তবে আর মুখে কিছুই বলতে হবে না।

গোলাপ মানেই ভালবাসা। কিন্তু তার আবার অনেক রং। লাল গোলাপ তা সম্পূর্ণভাবে প্রেমের প্রতীক। লাল গোলাপ দিলেই বুঝিয়ে দেওয়া গেল সেই চিরন্তন তিনটি শব্দ ‘আমি তোমাকে ভালবাসি’। কিন্তু তার চেয়েও যদি বেশি কিছু চান তবে কোন গোলাপ দেবেন?

গোলাপি গোলাপ, হলুদ গোলাপ সবই নানা বার্তা পৌঁছে দেয় আপনার সঙ্গীকে। কেউ আস্থা ও বিশ্বাস প্রকাশ করে। কেউ আবার মনোমালিন্য কাটিয়ে দেয়। কেউ বুঝিয়ে দেবে আপনি আর সে। মাঝে কিছু নেই। কেউ নেই। মুখের কথা মনের কথা সব সময় উচ্চারণ করা যায় না। গোলাপ তাই বড় বন্ধু। সে আপনার বার্তা পৌঁছে দেবে আপনার ভ্যালেনটাইনকে। মুখে ‘‘আই লাভ ইউ’’ বলে দেওয়া গেলেও সরাসরি তাকে কি আর সেক্স প্রস্তাব দেওয়া যায়?

 

তাই আগেভাগে একটা কমলা গোলাপ কিনে নিন। ভ্যালেনটাইনস ডে-র দিনে আপনার ভ্যালেনটাইনের হাতে গুঁজে দিন একটা সদ্যফোটা কমলা গোলাপ। সঙ্গী যদি বুদ্ধিমান বা বুদ্ধিমতি হন, তবে আর মুখে কিছুই বলতে হবে না। সে বুঝে যাবে এবার আপনার আসল চাওয়াটা। মন ছাড়িয়ে শরীর।

তবে সাবধান। সঙ্গী সব বুঝেও না-বোঝার ভান করলে হ্যাংলামি করবেন না। হ্যাংলা পার্টনারকে কেউ পছন্দ করে না। সময় দিন। একটু একটু করে এগোন। শরীর তো আর ফুরিয়ে যাচ্ছে না। দেখবেন, সে যেন বলে না বসে— শরীর, শরীর! তোর মন নেই কুসুম!