English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৬ ১৬:৩৮

চরম মুহূর্তে পার্টনারকে যে তিনটি কথা বলবেন

অনলাইন ডেস্ক
চরম মুহূর্তে পার্টনারকে যে তিনটি কথা বলবেন

 

জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যৌনতা। আর যৌনতা নিয়ে তো ফ্যান্টাসির শেষ নেই। টেলিভিশন থেকে রাস্তার লাইটপোস্টে ঝোলানো বিজ্ঞাপন, সবকিছুতেই সেক্স লাইফকে আরও রঙ্গীন করে তোলার হাতছানি। কেউ মুখ ফুটে স্বীকার করুন আর নাই করুন সবাই সুস্থ-সুন্দর এবং উপভোগ্য যৌনজীবন চান। কিন্ত পাবেন কি করে? যৌনবিজ্ঞানীদের মতে এর চাবি আপনার হাতেই। সেক্সের সময় পার্টনারকে এই তিনটি কথা বলুন। দেখুন তারপর ম্যাজিক..

১. আমি অনুভব করছি: খুব ছোট্ট কিন্ত ভীষণ গুরুত্বপূর্ণ একটি কথা। সেক্সের সময় পার্টনারকে বলুন তার স্পর্শ, তার নিশ্বাস, তার উপস্থিতি আপনি অনুভব করছে। লজ্জা সরিয়ে ফেলুন। সবকিছু আপনি উপভোগ করছেন সেটা পার্টনারকে বলুন। যৌনবিজ্ঞানীদের মতে যৌন উত্তেজনা বাড়াতে ‘ডার্টি টক’ বা সেক্স বিষয়ক রগরগে আলাপচারিতা বেশ কাজে দেয়।

২. আমি চাই: পার্টনারকে বলুন আপনার চাওয়া। কেমন অনুভব করছেন সেটা বলুন। আপনার ভাললাগাকে মুখে প্রকাশ করুন। তার সঙ্গে অতীতের কোন সেক্সের অভিজ্ঞতা শেয়ার করুন। তবে সে অভিজ্ঞতা অবশ্যই তাকে নিয়ে হতে হবে। নইলে খবর আছে। কী ভাবে সেক্স করতে চান, কোন পজিশনে করতে চান, তার কোন জিনিস আপনাকে উত্তেজিত করে সব বলুন। নিজেকে উন্মুক্ত করে দিন।

৩. চরম মুহূর্ত শেয়ার করুন: সেক্সের আগে পার্টনারকে বলুন আগেরবার কোন মুহূর্তে আপনি চরম পর্যায়ে পৌছে গিয়েছিলেন। এতে সুবিধা হবে। যৌনবিজ্ঞানীরা বলেন, সেক্স হলো আইসক্রিমের মত; প্রথম কামড়ে যতটা তৃপ্তি শেষ কামড়ে ততটা নয়। যৌনতায় বৈচিত্র না থাকলে তা একঘেয়েমী হয়ে উঠে। তাই প্রথম আর শেষ কামড়ের মধ্যে যে চরম মুহূর্ত সেটিকে বেছে নিন।