ডিভোর্সের আগে ৬টি প্রশ্নের উত্তর মিলিয়ে নিন...

বিবাহবিচ্ছেদ কেন হয়, সে প্রশ্নের অতলে ডুব দিলে নির্দিষ্ট কোনও উত্তর পাওয়া মুশকিল। একটি সিদ্ধান্তে আসা যায় বড়জোর। কিন্তু সে-ও বড় জেনেরিক। দূরত্ব। কিন্তু কেন সেই দূরত্ব? ভেবে দেখেছেন কি? হুট করে ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে দেখা উচিত, সে পরামর্শ সকলেই দেন। কিন্তু কী ভাববেন? কোন দিকগুলি খতিয়ে দেখা উচিত? তেমনই কিছু প্রশ্ন রইল।
• সন্তানের কী হবে?
আপনাদের দু’জনের মধ্যে সমস্যার দায় সন্তান কেন নেবে? সন্তান থাকলে সর্বাগ্রে এই প্রশ্নটি নিজেদের করুন। মনে রাখবেন, পৃথিবীতে যাকে এনেছেন, তাকে ভাল রাখার দায়িত্ব আপনাদেরই।

• কী চান? ডিভোর্স, না আরও ভাল জীবন? যাঁকে সঙ্গী বা সঙ্গিনী করেছেন, তাঁর সঙ্গে চিরবিচ্ছেদ চাইছেন? না, তাঁর সঙ্গে আরও ভালভাবে থাকতে চাইছেন, কিন্তু কোনও কারণে পারছেন না? এই প্রশ্নটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ।

• সম্পর্কের টানাপোড়েন কি সত্যিই সহ্যের মাত্রা ছাড়িয়েছে? সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে টানাপোড়েন স্বাভাবিক। কিন্তু সহ্যই যদি না-করলেন, তাহলে ভালবাসার মূল্য রইল কি? এই প্রশ্নটা করুন নিজেদের।

• সম্পর্কে নিজের ভূমিকা? সমস্যা হলে অন্যজনের উপরে দোষ চাপানোর আগে নিজের ভূমিকা খতিয়ে দেখেছেন কি? নিজে ঠিক ছিলেন? ভেবে দেখুন। মনে রাখুন, কেউই নিখুঁত নন।

• শারীরিক চাহিদা কি অগ্রাধিকার পাচ্ছে? মনে রাখুন, শরীর আর মন সম্পৃক্ত না-হলে কিন্তু বৈবাহিক জীবনের সম্পূর্ণ আনন্দ উপভোগ করতে পারবেন না। প্রশ্ন করুন, মন বাদ দিয়ে কোনওভাবে কি শরীরকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন?

• এখনও ভালবাসেন কি?
সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঙ্গী বা সঙ্গিনীকে এখনও ভালবাসেন কি না, সেটা আপনাকেই ভেবে দেখতে হবে। এমন না হয়, বিচ্ছেদের পরে বিরহে আপনিই ভেসে গেলেন খড়কুটোর মতো।
