ডেটিংয়ে যে পাঁচটি কাজ ভুলেও করবেন না

বেশীরভাগ মানুষের জন্য ডেটিং একটি বিরাট চিন্তার বিষয়। আর সেটা যদি প্রথম প্রেমের প্রথম ডেট হয় তবে তো কথাই নেই। দু’চোখ তখন পার্টনারকে ছাড়া আর কিছুই দেখে না। যার ফলে আসল সময়ে নার্ভাস হয়ে পড়ে । কি পোষাক পড়ে যাবেন, পার্টনারকে কি বলবেন, সেক্সের অফার করবেন কিনা ইত্যাদি বহুবিধ সমস্যা এসে উপস্থিত হয়। এতসব সমস্যার সমাধান খুঁজতে খুঁজতে দেখবেন পার্টনার রেগে আগুন। এই সমস্যা সমাধানে পাঁচটি কারণ আবিস্কার করেছে পাঠকদের অংশগ্রহণে প্রশ্নোত্তরবিষয়ক ওয়েবসাইট কুয়োরা । তারা পাঠকদের মতামতের উপর ভিত্তি করে পাঁচটি ভুল কাজ আবিস্কার করেছে যা বেশীরভাগ মানুষই ডেটিংয়ের সময় করে থাকে। সেই পাঁচটি সেরা মন্তব্য তুলে ধরা হলো।
১. হাউই রিথ নামে একজন লিখেছেন, আমার সাথে ডেটিংএর সময় তার (বয়ফ্রেন্ড) বিচারবুদ্ধি লোপ পায়। সে শারিরীকভাবে এমন কিছু করার চেষ্ঠা করে যা আমার মাঝে বিরক্তির সৃষ্টি করে। এখানে আমাদের দুজনের অবস্থান যাই হোক না কেন ডেটিংয়ের সময় অপরের জন্য ক্ষতিকর এমন কিছু করা উচিৎ নয়।
২. মাইকেল ডায়মন্ড লিখেছেন, ডেটিংয়ের সময় আমার গার্লফ্রেন্ড মনমরা থাকে। তখন সে তার ব্যাক্তিগত সমস্যা নিয়ে চিন্তা করে। এর জন্য আমরা সময়টা উপভোগ করতে পারি না। আমি তাকে ইমপ্রেস করার চেষ্ঠা করি। ডেটিংয়ের পূর্বে বা পরবর্তী সময়ে তার সমস্যাগুলি নিয়ে আলোচনা করতে বলি। কিন্তু........
৩. জিউয়েন সাচুক লিখেছেন, পার্টনারের যদি ফোন এডিকশন থাকে তবে সেটা ভীষণ বিরক্তিকর। ডেটিংএর সময়টুকু শুধু পরস্পরের জন্যই রাখা উচিৎ। তখন সোশ্যাল মিডিয়ার লাইক নিয়ে ভাবাটা বোকামি। তাই্ আমি তাকে বলি তোমার ফোন বাইরে ফেলে দাও।
৪. টিনা মেরি লিখেছেন, সেক্স ডেটিংয়ের সময় আপনার পার্টনার অক্ষম হয় তবে তার মত জঘন্যতম মুহূর্ত আর কিছু হতে পারে না। কারন সম্পর্কের ক্ষেত্রে শরীর অবশ্যই একটা ‘ফ্যাক্ট’। ডেটিংয়ের সময় আপনার একজন সঙ্গী দরকার যে আপনার মনের পাশাপাশি শরীরের চাহিদা মেটাবে।
৫. জিম শার্লোট লিখেছন, আমার বয়ফ্রেন্ড ডেটিংয়ের সময় চাকরি, অফিস, সহকর্মী ইত্যাদি মাথা থেকে আউট করেতে পারে না। কিন্তু আমি চাই বিছানায় যাবার আগে সে আমাকে জড়িয়ে ধরুক। তারপর ডুবে যাক আমার মাঝে।