English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৬ ১৫:২৬

রঙ্গীন করুন যৌনজীবন; ৫টি অব্যার্থ টিপস

নিজস্ব প্রতিবেদক
রঙ্গীন করুন যৌনজীবন; ৫টি অব্যার্থ টিপস

 

যৌনতার মধ্যে বিচিত্রতা না থাকলে আকর্ষণীয় সময়টুকুও একঘেয়ে হয়ে যায়।  একঘেয়ে জীবন কারই বা ভাল লাগে? এই একঘেয়েমি থেকেই পার্টনার অন্য কোন নারী বা পুরুষের দিকে আকর্ষিত হতে শুরু করেন। যা কখনই কাম্য নয়। একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলিকে যদি আরও মধুর করে তুলতে চান, তা হলে কিছু বিষয়ের দিকেই অবশ্যই নজর দিতে হবে আপনাকে। যৌনজীবনকে আরও রঙিন করে তোলার এমনই পাঁচটি টিপস রইল আপনাদের জন্য।

১। উন্নত সেক্স লাইফের জন্য সঠিক পার্টনার খুঁজে নেওয়াটা খুবই জরুরি। কারণ, মানসিক মিল বা সমরুচির মানুষ না হলে, কোনওভাবেই একশ শতাংশ সম্ভোগ সম্ভব নয়।

২। সরাসরি যৌনক্রিয়ায় যাবেন না। মিলনের আগে ফোর প্লে সব সময়েই আবেগকে অন্যমাত্রায় নিয়ে যায়।

৩। কোনও হ্যাং ওভার নিয়ে সঙ্গীর কাছে যাবেন না। দৈহিক মিলনের সময়ে শুধু সেটা নিয়েই ভাবুন। অন্য কোনও বিষয় নিয়ে অযথা টেনশন রাখবেন না। তাতে মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন।

৪। সাবধানী হন। সঙ্গী যতই পরিচিত হোক বা অপরিচিত, প্রোটেকশন নিতে কোনও সময়েই ভুলবেন না। তার ফলে অবাঞ্ছিত সন্তান আসা যেমন আটকানো যায়, তেমনই নানা রোগ প্রতিরোধও করা যায়।

৫। নতুন কিছু ভাবুন। আসন পরিবর্তন করুন। রোজ রোজ একই পথে হেঁটে মাঝে মধ্যে নতুন কোনও পথ পরীক্ষা করে দেখুন। তাতে একঘেয়েমি কাটবে এবং সেক্স লাইফ আরও রঙিন হয়ে উঠবে।