English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৬ ১৩:২২

বউ চলে গেছে তাতে কি? ‘জিমি’ তো আছে! (ছবিসহ)

অনলাইন ডেস্ক
বউ চলে গেছে তাতে কি? ‘জিমি’ তো আছে! (ছবিসহ)

 

ব্রাজিলিয়ান চিত্রশিল্পী রাফায়েল মান্তেসোর জীবনে এমন ঘটনা ঘটেছিল যা একমাত্র গল্প উপন্যাসেই থাকে। নিজের ত্রিশতম জন্মদিনে বড়ই অদ্ভুত উপহার পেয়েছিলন রাফায়েল। এদিন সংসারের প্রতি বিবাগী ভ্যাগাবন্ড চিত্রশিল্পী স্বামীকে ডিভোর্সের কাগজ ধরিয়ে দিয়েছিলেন তার স্ত্রী। এতে শুধু রাফায়েলের জীবনটাই শুন্য হয়নি, পোশাক-আশাক থেকে শুরু করে রান্নার বাসনকোসন পর্যন্ত নিয়ে বাসাও ফাঁকা করে দিয়েছিলেন তার স্ত্রী! শুধু ছিল বাড়ির পোষা কুকুর বুল-টেরিয়র জিমি।

রাফায়েলের নি:সঙ্গ জীবনে জিমিই হয়ে উঠে একমাত্র সঙ্গী। বউবিহীন বাড়ির ফাঁকা দেয়াল আর মেঝে জাগিয়েছিল তার শিল্পীসত্তাকে। এরপর যা ঘটল তা নতুন ইতিহাস! জিমিকে নানান কায়দায় শুইয়ে-বসিয়ে নিজের আর্টের অনুসঙ্গ বানিয়ে ফেললেন তিনি। তারপর সোশ্যাল সাইটে সেই ছবিগুলো পোস্ট করা মাত্রই প্রসংশা আর আলোচনার ঝড় উঠল সারা বিশ্বে।

রাফায়েল বলেন, জিমিই আমার একমাত্র সঙ্গী। ফাঁকা দেয়ালগুলি আমার অনুপ্রেরণা। নতুনভাবে বেঁচে থাকার জন্য জিমিকে নিয়ে আমার এই প্রয়াস। জিমির ঘরময় ছুটোছুটি আমার মাথায় নানান কল্পনা এঁকে দিত। আমার এই শিল্পীসত্তাই আমাকে বাঁচিয়ে রেখেছে।

যদিও বউ আর ফিরে আসেনি কিন্তু রাফায়েল মান্তেসো স্যোশাল মিডিয়ায় আজ একটি বিখ্যাত নাম। গুগল সার্চ করলেই জিমিকে নিয়ে তার আঁকা অসংখ্য ছবি দেখতে পারবেন। ইনস্টাগ্রামে তার দুইলক্ষাধিক ফলোয়ার আছে। আগামী অক্টোবরে তার আঁকা সেরা ছবিগুলো নিয়ে বই প্রকাশ হতে যাচ্ছে।

কেউ চলে গেলেই জীবন থেমে থাকেনা। যদিও রাফায়েল তার বউকে অনেক ভালবাসতেন। এখনও ভুলেননি তাকে। নতুন জীবনের অনুপ্রেরণা পেয়েছেন জিমি আর তার শিল্পীসত্তা থেকে। দেখে নিন ছবিগুলো। নিজেও পেতে পারেন অনুপ্রেরণা।