English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৬ ১২:৪৭

দিনে শিক্ষিকা, রাতে যৌনকর্মী!

অনলাইন ডেস্ক
দিনে শিক্ষিকা, রাতে যৌনকর্মী!

 

তিনি একজন শিক্ষিকা। দিনের বেলায় ছোট ছোট শিশুদের পাঠদান করেন। আর রাতের অন্ধকারে পাল্টে যায় তার পেশা। তখন তিনি অবতীর্ণ হন লাস্যময়ী যৌনকর্মীর ভূমিকায়। ব্যাস্ত থাকেন খদ্দেরের মনোরঞ্জনে। সৌজন্যে ইন্টারনেট।

সম্প্রতি ইন্টারনেটে এমনি একটি  সেক্স ভিডিও ভাইরাল হয়েছে। ইন্টারনেটে যে কোনও যৌন ভিডিওই মুহূর্তে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। কিন্তু এক্ষেত্রে আগুনের ফুলকি ছড়ায় অন্য কারণে। ভিডিওর মহিলা আদতে একজন নার্সারি স্কুলের শিক্ষিকা, যিনি মাঝে-মধ্যেই যৌনকর্মী রূপে অবতীর্ণ হন।

ভিডিও-তে দেখা গিয়েছে, কাস্টমারের সঙ্গে যৌনতার পর মহিলার হাতে তুলে দেওয়া হয় ৩ হাজার রুব্‌ল বা ৩০ পাউন্ড। এতেই পরিষ্কার হয়, সঙ্গের পুরুষটি কোনও প্রেমিক নন, মহিলার এক রাতের ‘খদ্দের’, যাঁর কাছে মুখ ফসকে তিনি বলে ফেলেছেন তাঁর আসল পেশার কথা।

তবে এই দ্বৈত জীবন নিয়ে একটুও কুণ্ঠা নেই মহিলার। বরং তাঁর দাবি, তিনি রোজ রাতেই যে শয্যাসঙ্গী হয়ে উপার্জন করতে বেরোন, তা নয়। কিন্তু যেহেতু তিনি ‘সিঙ্গেল’, তাই তিনি যখন খুশি যৌনকর্মী হিসেবে ‘বাজারে’ নামতেই পারেন।

প্রশ্ন উঠেছে ইন্টারনেটে, এমন কাজকর্ম যাঁর, তিনি কি শিশুদের শিক্ষাদানের পক্ষে উপযুক্ত? অনেকে বলছেন না, আবার অনেকের মতে, ওই শিশুরা তো আর কিছু জানতে পারছে না, তবে ক্ষতি কী?

কিন্তু এই ভিডিও প্রকাশিত হওয়ার পরে আর কারও কাছে কিছু অজানা থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে ওই মহিলা আর পড়াতে পারবেন কি না, তা-ও অনিশ্চিত