English Version
আপডেট : ২০ জানুয়ারি, ২০১৬ ২১:৪১

নারী বশীকরণে স্প্রে...!!

অনলাইন ডেস্ক
নারী বশীকরণে স্প্রে...!!

নারীদের কাছে টানতে আর জ্যোতিষীদের কাছে গিয়ে বশীকরণ মন্ত্র শেখার দরকার নেই! সম্প্রতি এমন এক স্প্রের সন্ধান পাওয়া গেছে যার গন্ধে কাছে আসবেন নারীরা। নারীরা আকর্ষিত হবেন পুরুষদের প্রতি। এই স্প্রেতে লাভ হরমোন অক্সিটোসিন ক সিন্থেটিক উপায়ে মেশানো হয়েছে। জার্মানির বার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের পরীক্ষায় দেখিয়েছেন, এর গন্ধে নারীরা তাদের সঙ্গীকে ১৫ শতাংশ বেশি আকর্ষণীয় মনে করছেন। এই স্প্রে-তে সিন্টোসিনন নামে এক সিন্থেটিক বস্তুও মেশানো হয়েছে। অক্সিটোনিন হর্মোন থেকে এই সিন্থেটিক তৈরি করা হয়েছে। যখন লোকে প্রেমে পড়ে তখন মস্তিষ্কে এই হর্মোন তৈরি হয়। এই অক্সিটোসিন হর্মোনই সন্তানের জন্মদান, মায়ের বুকের দুধ উত্পন্ন করা এবং শিশুর প্রতি মায়ের সম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রে সহায়তা করে। এই স্প্রে সংক্রান্ত গবেষণায় ২০ থেকে ২৯ বছরের ৪৬ জন নারীকে সামিল করা হয়।ওই মহিলারা জানিয়েছিলেন, সঙ্গীদের সঙ্গে তাদের গভীর প্রেম রয়েছে। এই স্প্রে-র গন্ধ পাওয়ার পর তারা জানিয়েছেন, সঙ্গীর প্রতি তাঁরা ১৫ শতাংশ বেশি আকর্ষণ অনুভব করছেন। কিন্তু যে মহিলার গর্ভবতী ছিলেন তাদের ক্ষেত্রে এই স্প্রে-র কোনও প্রভাব পড়েনি।