এই তো গত মাসের ঘটনা। বিয়ের পর হানিমুন সারতে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে যান এক দম্পতি। থাকার কথা ছিল ১০দিন। কিন্তু তিন দিন কাটতে না কাটতে ব্যাগপত্তর গুটিয়ে সোজা ব্যাক টু দ্য হোম। যাওয়ার সময় যতটা উদ্দীপনা ছিল, ফেরার পর ততটাই বিমর্ষ লাগে নবদম্পতিকে। শুধু তাই নয়, বাসরের ফুল শুকনো হওয়ার আগেই তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
কারণ আর কিছুই নয়। যৌনমিলনের জন্য স্বামীকে প্রলুব্ধ করতে পারেননি নববিবাহিত স্ত্রী। কেন স্বামী তার আহ্বানে সাড়া দিলেন না, তা নিয়ে অনেক চিন্তা তার মাথায় ঘুরপাক খায়। তিন দিন একসঙ্গে থাকার পর হতাশ হয়ে পড়েন সদ্য বিয়ে করা ওই তরুণী। কেন নিজেকে এভাবে গুটিয়ে রাখলেন এই তরুণ?
ঘনিষ্ঠমহলে ছেলেটি জানান, যার প্রতি মনে ভালোবাসার জায়গাটাই এখনও তৈরি হল না, এত তাড়াতাড়ি তার সঙ্গে যৌনমিলন সম্ভব কী করে? মনের দিক থেকে সাড়া না-মেলায়, তিনি স্ত্রীর আবেদনে সাড়া দিতে পারেননি।
এটা একটা ঘটনা মাত্র। কিন্তু ব্যতিক্রমী ঘটনা নয় কখনোই। শহুরে জীবনে এমনটাই ঘটছে অহরহ। বিশিষ্ট মনোবিদ সঞ্জয় মুখোপাধ্যায় এ বিষয়ে বললেন, শহরে হানিমুনের পরপরই বিচ্ছেদের ঘটনা দ্রুত বাড়ছে। বিশেষত, গত তিন বছরে এমন বিচ্ছেদ অনেকটাই বেড়েছে। শারীরিক ঘনিষ্ঠতায় কোনও একজনের অনীহা বিয়ে বিচ্ছেদের একটা বড় কারণ হলেও, মানসিক সামঞ্জস্যের অভাব পুরোপুরি এড়িয়ে যাওয়া যায় না।
সঞ্জয় জানান, একজন যদি ঠিকমতো সাড়া না দেন, অন্যের কাছে যৌনতা তখন যান্ত্রিক হয়ে দাঁড়ায়। যৌনতার মজা উপভোগ করা যায় না। এসব ভেবে ভবিষ্যতের কথা চিন্তা করে, আর কোনও সমাধানসূত্রে মাথা না ঘামিয়ে, আগেভাগেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলছেন নবদম্পতিরা।
শুধু যে পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেখে, দেখাশোনা করে বিয়ের ক্ষেত্রে এমনটা ঘটছে, তা কিন্তু নয়। সঞ্জয়ের কথা অনুযায়ী, প্রেমের বিয়ের ক্ষেত্রেও একই সমাপতন ঘটছে। দেখাশোনার বিয়ের ক্ষেত্রে না হয় এক অপরের পছন্দ বা অপছন্দ জানেন না। কিন্তু প্রেমের বিয়ের ক্ষেত্রে বিচ্ছেদ হচ্ছে কেন?
আইনজীবী মৃণালিনী দেশমুখ বলেন, 'গত দু-মাসে অনেকগুলো প্রেমের বিয়ে ভাঙতে দেখেছি। ধৈর্যের অভাব ও মানিয়ে নেওয়ার অক্ষমতাই এর অন্যতম কারণ।'
গৌরী সেহগলের (নাম পরিবর্তিত) কথাই ধরুন না। সম্প্রতি ডিভোর্স ফাইল করেছেন গৌরী। তার কথায়, 'বিয়ের আগে আমরা তিন বছর ধরে মেলামেশা করেছি। কিন্তু আমাদের হানিমুনের সময় ওর মধ্যে অদ্ভুত রকমের একটা পরিবর্তন লক্ষ করলাম। ওর প্রত্যাশা ছিল, ওর যাবতীয় কাজ আমি করে দেব। কিন্তু একটা সময়ের পর এটা আমার কাছে অসহ্য বলে মনে হল। ঠিক করলাম, এর থেকে দুজনের বিচ্ছেদ হয়ে যাওয়াটাই শ্রেয়।'