আপডেট : ১১ জানুয়ারি, ২০১৬ ১৪:০৩
ফিঙ্গার আর্ট: আট অক্ষরের উল্কি আঁকুন আঙ্গুলে
অনলাইন ডেস্ক
আপনি পছন্দ করুন বা না করুন দুই হাতের আঙ্গুলে উল্কি আঁকা এখন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। প্রাচীনকালে বন্দী নাবিকদের হাতের আঙ্গুলে শাস্তিস্বরুপ এই উল্কি এঁকে দেয়া হতো। কিন্তু আধুনিক কালে ‘ফিঙ্গার আর্ট’ ফ্যাশন হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। শরীরে স্থায়ী উল্কি আঁকা মানে নিজের চিন্তাধারাকে অঙ্কন করা। আঙ্গুলের গিঁটে উল্কি আঁকা আরও চ্যালেঞ্জিং একটা বিষয়। ট্যুইটারে যেমন ১৪০ অক্ষর বেঁধে দেয়া আছে তেমনি আপনি দুই হাত মিলিয়ে মাত্র আটটি আঙ্গুলেই (বৃদ্ধাঙ্গুল ছাড়া) এই উল্কি আঁকার সুযোগ পাবেন।

ফটোগ্রাফার এডওয়ার্ড বিশপ লন্ডন আর ব্রাইটনের রাস্তায় ঘুরে ঘুরে ‘ফিঙ্গার আর্ট’ এর ছবি তুলছেন সেই ২০০৯ সাল থেকে। এই বিশাল সংগ্রহ তিনি ২০১৪ সালে একটি বইয়ে প্রকাশ করেন। এই আর্টকে তিনি ‘ক্যারিয়ার কিলার’ এবং ‘জব স্টপার’ নামে আখ্যায়িত করেছেন। বাস্তবিক অর্থে হাতের আঙ্গুলে ঐরকম ট্যাটু দেখলে কে চাকরি দেবে আপনাকে? এটা তো লুকানোর কোন সুযোগ নেই। আর স্থায়ীভাবে আঁকলে মুছে ফেলাও অসম্ভব। তাই আঁকার আগে ভেবেচিন্তে নেয়াই ভাল। ‘ফিঙ্গার আর্ট’ এর বিষয়বস্তুর তালিকার শীর্ষে স্থান পেয়েছে সেই ভালবাসা আর ঘৃণা। দুই হাতের আট আঙ্গুলে ‘LOVE’ আর ‘HATE’ লেখাটা হ্যারি পাওয়েলে থ্রিলার ‘দ্য নাইট হান্টার’ থেকে ধার করা। আবা ‘HOLD’ এবং ‘FAST’ শব্দ দুটিও বহুল ব্যাবহৃত হয়েছে। প্রাচীনকালের নাবিকরা তাদের আঙুলে স্বেচ্ছায় শব্দদুটি আঁকতেন। কারন তারা বিশ্বাস করতেন এই উল্কি তাদেরকে সামুদ্রিক ঝড়ের হাত থেকে রক্ষা করবে।
কিন্তু এই একুশ শতকে এসে ‘ফিঙ্গার আর্ট’ এর তালিকায় আরও কত কিছু যু্ক্ত হয়েছে তার হিসাব নেই। ‘BUFF’-‘TING’, ‘FOXY’-‘LADY’ শব্দগুলিকে
পাশ্চাত্যের মানুষজন তাদের দুই হাতের আঙ্গুলে স্থান দিয়েছে। যারা এই উল্কি আঁকতে চান তাদের জন্য পরামর্শ হলো কোন জনপ্রিয় শব্দের জোয়ারে না ভেসে যা বলতে চান সেটাই আঁকুন। কারন আপনার জন্য বরাদ্দ চারটি চারটি করে শুধু আটটি অক্ষর। আপনার নিজের ব্যাক্তিত্ব, চিন্তা, মনন প্রকাশ করতে পারেন এই ট্যাটুর দ্বারা। প্রিয় মানুষের নাম আঁকতে পারেন যদিও সেটা অনেকের কাছে সিনেমাটিক বিষয়। তবে চাকরি-বাকরির কথাটাও মাথায় রাখবেন যেন।