English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০১৬ ১৩:৪১

প্রতিদিন গোসলে সাবান ত্বকের জন্য ক্ষতিকর

অনলাইন ডেস্ক
প্রতিদিন গোসলে সাবান ত্বকের জন্য ক্ষতিকর

প্রতিদিন অনেকটা সময় ধরে গোসল করার অভ্যাস আছে অনেকেরই। ভাল করে সারা গায়ে দামি অথবা মাঝারি দামের সাবান মেখে ঝকঝকে ভাব নিয়ে বাথরুম থেকে বেডরুমে প্রবেশ করেন। এতে শরীর পরিস্কার হয় এতে কোন ভুল নেই। কিন্তু ত্বকের যে বারোটা বেজে যাচ্ছে সেটা বেশীরভাগ মানুষই জানেন না। বিভিন্ন কোম্পানী তাদের প্রোডাক্ট বিক্রির জন্য বিজ্ঞাপন দেয় যে ওমুক সাবান মাখলে ত্বক সুন্দর এবং টানটান হয়ে থাকবেন অনেক বয়স পর্যন্তও! এসবে যদি আপানার মন গলে যায় তবে সেটা হবে বিরাট ভুল!

ইউরোপের ডাক্তারদের বক্তব্য, প্রতিদিন গোসল করা অবশ্যই ভাল কিন্তু যে সাবান দিয়ে আপনি রোজ ঘসে ঘসে গা পরিষ্কার করছেন, চকচকে হচ্ছেন, সেটা কিন্তু মোটেই সুবিধার নয়। সাবান মানেই ক্ষারীয় পদার্থ। মাত্রা কম হোক অথবা বেশি হোক ক্ষার আপনার ত্বকের জন্য মোটেই ভাল কিছু নয়। প্রতিদিন আপনার দেহ ক্ষারের সংস্পর্শে আসলে তা আপনার শরীরকে চিরকাল ভাল রাখবে-তার গ্যারান্টি নেই। বিশেষজ্ঞরা আরও বলেছেন সাবানের চাইতে গায়ে মাটি মাখুন। ত্বক আজীবন ভাল থাকবে। মাটির থেকে ভাল গায়ে মাখার আর কিছু নেই। মানুন কিংবা না মানুন সেটা আপনার বিষয়।