English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৬ ১৪:৪৮

সবার আগে শিশুর নিরাপত্তা (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
সবার আগে শিশুর নিরাপত্তা (ভিডিওসহ)

আপনার শিশু সন্তানটির সাঁতার জানার কথা নয়। শিশুরা হাটতে শেখার সময় খুবই চঞ্চল হয়ে থাকে। ফলে খুব দ্রুত চোখের পলকে কখন যে আপনার দৃষ্টির আড়াল হয়ে যাবে টেরও পাবেন না। খুব আল্প বয়েসে শিশুরা জানে না জল কী আগুন কী। জানে না বলেই মৃত্যুকে অবগাহণ করে আগুনে হাত দেয় কিংবা জলে নেমে পড়ে। জানে না বলেই আগুন কিংবা জল শিশুদের সর্বনাশ করে। এই পরিস্থিতি সামাল দিতে অস্ট্রেলিয়ার আইআরএস নামের একটি সংস্তা বিশেষ পদ্ধতিতে ৩ থেকে ৫ বছর বয়েসী একলক্ষ পঁচাত্তহাজারেরও বেশি শিশুকে বিশেষ পদ্ধতিতে সাঁতার শিখিয়েছে। পাশাপাশি শিশুদের সক্ষম করে তুলতে বিপদে কিভাবে সাহায্য চাইতে হয়, জামা-কাপড়, জুতা-মোজা পরতে হয় তাও সেখানো হয় এই সংস্থায়। কর্মব্যস্ত জীবনে আপনিও আপনার আদরের শিশুটিকে প্রশিক্ষণ দিয়ে ওর জীবনটাকে নিরাপদ করে তুলতে পারেন। তার আগে আসুন দেখা যাক ছোট্ট এই ভিডিওটি