English Version
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৫ ১৭:৫৮

নিউ ইয়ার পার্টিতে আপনার ত্বক হোক দ্যুতিময়

অনলাইন ডেস্ক
নিউ ইয়ার পার্টিতে আপনার ত্বক হোক দ্যুতিময়

আজ বছরের শেষ দিন। ইংরেজী ক্যালেন্ডার অনুসারে মধ্যরাতে এসে যাবে আরেকটি নতুন বছর ২০১৬ সাল। পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে নানা আনুষ্ঠানিকতায় মেতে উঠে বিশ্ববাসী। অনেক মানুষের ভিড়ে নিজেকে নিশ্চই একটু আলাদা দেখতে ভাল লাগে ? তাহলে আসুন দেখে নিই সুন্দর দ্যুতিময় ত্বকের জন্য কিছু টিপস।

 

ক্লিনস এন্ড স্ক্রাব : যেকোন কাজে বাইরে বেরুলেই আপনার ত্বক উজ্জলতা হারাতে থাকে। এজন্য ত্বকে ক্রিম বেইজড কোন মশ্চেরাইজিং ফেইসওয়াশ লাগাতে পারেন। হাতে কিছু সময় থাকলে ব্যাবহার করুন মাইল্ড স্ক্রাব। পাবেন ন্যাচারাল সৌন্দর্য।

 

ত্বকে আদ্রতা ধরে রাখুন : মেকআপ রিমুভার এবং ক্ষতিকারক ফেসওয়াশ আপনার ত্বকের স্বাভাবিক আদ্রতা নষ্ট করে। এর থেকে মুক্তি পেতে কোন ভাল ব্র্যান্ডের ক্রিম বেইজড ফেসওয়াশ মুখে লাগিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। যাতে মশ্চেরাইজার ত্বকের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। এরপর ধুয়ে ফেলুন।

চোখের যত্ন নিন : চোখের জন্য শসা হল উৎকৃষ্ট জিনিস। শসা স্লাইস করে চোখের উপর দিয়ে রাখলে চোখের নিচের কালো দাগ চলে যায়। যদি হাতের কাছে শসা না থাকে তবে গ্রীন টি-ব্যাগ এক্ষেত্রে কার্যকর। সাধারন তাপমাত্রার পানিতে টি-ব্যাগ ভিজিয়ে নিয়ে বিশ মিনিট চোখের উপর দিয়ে রাখলে উপকার পাবেন।  

মশ্চেরাইজিং ফেসপ্যাক ব্যাবহার করুন : ত্বকের জন্য ভাল এমন একটি ফেসপ্যাক ব্যাবহার করতে পারেন। ত্বককে হাইড্রেট করার জন্য পেঁপে এবং মধু হল উৎকৃষ্ট উপাদান। এই দুটি উপাদান দুধের সাথে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে ত্বকে লাগান। আপনার ত্বক সুন্দর এবং মসৃণ হবে। দুধে আছে এন্টিঅক্সিডেন্ট, ভিটামিন বি এবং প্রয়োজনীয় মিনারেল যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, স্যালেনিয়াম ইত্যাদি। এই ফেসপ্যাকটি আপনাকে ফ্রেশ অনুভুতি দিবে থার্টি ফার্স্ট এর রাতে।