সিরাজগঞ্জে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন আব্দুল ওয়াহাব

যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আব্দুল ওয়াহাব। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিরাজগঞ্জ-৪ আসন (উল্লাপাড়া-সলঙ্গা) থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। যিনি একজন সফল ব্যবসায়ী ও শিক্ষানুরাগী। সম্প্রতি তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে কথা বলেছেন ঢাকা পোস্টের বিশেষ প্রতিনিধির সঙ্গে। পাঠকদের জন্য তারই চুম্বক অংশ তুলে ধরা হলো।
আপনি কেন প্রার্থী হতে চান?
মো. আব্দুল ওয়াহাব: একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে আমি মনে করি, দেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এখন আর আগের মতো নেই। একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন ছিলো শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। আমি তাঁর আদর্শে অনুপ্রাণীত হয়ে রাজনীতি করি। তাছাড়া প্রান্তিক জনগণের সঙ্গে আমার যোগাযোগ অত্যন্ত নিবিড়। তারা আমাকে চায়। আর আমিও মনে করি, পার্লামেন্টে যেতে পারলেই জনগণের আরো বেশি সেবা করা সম্ভব হবে। তাই আমি প্রার্থী হতে চাই।
আপনার আসনে দলের আর কোনো প্রার্থী আছেন কী?
মো. আব্দুল ওয়াহাব: আমার আসন থেকে অনেকেই মনোনয়ন চাইতে পারেন বা চাচ্ছেন। সে হিসেবে একাধিক প্রার্থী থাকলেও দল যাকে মনোনয়ন দেবে সবাই তার হয়ে কাজ করব।
নিজেকে কেন যোগ্য মনে করছেন?
মো. আব্দুল ওয়াহাব: তরুণ নেতৃত্ব এখন সময়ের দাবি। আমার এলাকার প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। স্থানীয় জাতীয়তাবাদী আন্দোলনের নেতাকর্মীদের সাথে আমার রয়েছে সুম্পর্ক। আমি চিন্তায়-চেতনায় শহিদ জিয়ার আদর্শ লালন করি। মানুষের বিপদে আপদে এগিয়ে যাই। তাছাড়া আমি দীর্ঘদিন ধরেই রাজনীতি করছি। আমার এলাকার প্রেক্ষাপট বিবেচনায় জাতীয়তাবাদী শক্তিকে সংগঠিত করার মনোবল এবং সাহস দুটোই আমার রয়েছে। তাছাড়া দীর্ঘ সময় ধরে রাজনীতি করি বলেই আমার মনে হয় জনগণ আমাকে চায়। তাই আমি নিজেকে যোগ্য মনে করছি।
ভোটাররা আপনাকে কেন ভোট দেবেন?
মো. আব্দুল ওয়াহাব: ভোটাররা কী চায়? তারা টাকা-পয়সা চায় না, গাড়ি-বাড়ি চায় না। তারা চায় নিরাপত্তা, শান্তি। শান্তিতে বসবাসের নিশ্চয়তা। সকালে বাসা থেকে বের হয়ে রাতে আবার যখন বাসায় ফিরবে তখন যেন দু:শ্চিন্তামুক্ত হয়ে ফিরতে পারে, তারা সেই নিশ্চয়তা চায়। আর আমি নির্বাচিত হলে জনগণের নিরাপত্তার ব্যাপারে শতভাগ এফোর্ট দেবো। পাশাপাশি জনগণ আর আমার মধ্যে কোনো অদৃশ্য দেয়াল রাখতে চাই না। ইতিপূর্বে জনগণ তা উপলব্ধি করতে পেরেছে। তাই আমি মনে করি, জনগণ আমাকে ভোট দেবে।
নির্বাচিত হলে আপনি আপনার এলাকায় কেমন উন্নয়ন করতে চান?
মো. আব্দুল ওয়াহাব: আমাদের উল্লাপাড়ার শিক্ষার দিক দিয়ে অনেক নাম আছে। বলতে গেলে একটা ঐতিহ্য রয়েছে। এই এলাকায় স্কুল-কলেজ, মাদরাসা সবই রয়েছে। গত ১০ বছরে এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান অনেক কমে গেছে। আমি নির্বাচিত হলে আমার প্রথম কাজই হবে আমার নির্বাচনী এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান পুনরুদ্ধার করা। শিক্ষার জন্য ঐতিহ্যবাহী হলেও আমার এলকায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। আমি এখানে স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। স্বতন্ত্র বলছি এই জন্য যে, যদি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সেখানে সাধারণ শিক্ষার পাশাপাশি গবেষণাকে গুরুত্ব দেয়া হবে।অর্থাৎ গবেষণা নির্ভর একটি বিশ্ববিদ্যালয় করতে চাই। খেলাধুলা ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি। আর খেলাধুলা তরুণদের বিকাশে অনেক বড় ভূমিকা রাখে। তাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি আমার নির্বাচনী এলাকায় একটি স্টেডিয়াম নির্মাণ করতে চাই।
আমাদের সময় দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
মো. আব্দুল ওয়াহাব: ঢাকা পোস্টকেও ধন্যবাদ আমার ইন্টারভিউ নেয়ার জন্য। আশাকরি আগামী সকল আন্দোলন সংগ্রামে আমরা ঢাকা পোস্টকে পাশে পাবো।
এইচএস