English Version
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮ ১৮:১৯

পরিচালকের কাজে ‘সারপ্রাইজড’ অধরা

নিজস্ব প্রতিবেদক
পরিচালকের কাজে ‘সারপ্রাইজড’ অধরা

ঢালিউডের নবাগত নায়িকা অধরা খান। পরিচালক শাহীন সুমনের হাত ধরে ঢাকাই সিনেমায় আগমন তাঁর।  ‘পাগলের মতো ভালোবাসি’ থেকে শুরু করে সব শেষ চুক্তিবদ্ধ হয়েছেন ‘ড্রিম গার্ল’ সিনেমায়। অসাধারণ অভিনয়ের সঙ্গে নাচের মাধ্যমে তিনি ইতোমধ্যে মন জয় করেছেন শুটিং পরিচালক প্রযোজকদের।

পরিচালক শাহিন সুমন আগেই জানিয়েছিলেন, মেয়েটি ভালো অভিনয়ের পাশাপাশি নাচেও যথেষ্ট পারদর্শী। তার গুণে মুগ্ধ হয়ে দেশের স্বনামধন্য পরিচালকদের অনেকেই এখন তার সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন। ‘পাগলের মতো ভালোবাসি ছবিতে তার নাচ, গান আর অভিনয়ে মুগ্ধ হয়ে এখন তাকে নিয়ে সিনেমা বানানোর ড্রিম দেখছেন অনেক প্রযোজক ও পরিচালক। ইতোমধ্যে তিনি পাগলের মতো ভালোবাসি ও ‘মাতাল’ ছবির কাজ শেষ করেছেন।   

সম্প্রতি অধরা চুক্তিবদ্ধ হয়েছে ইস্পাহানী আরিফ জাহানের নতুন ছবিতে ‘ড্রিম গার্ল’-এর নায়িকা হিসেবে। যদিও তিনি বর্তমানে ইস্পাহানী আরিফ জাহানের ‘নায়ক’ ছবির শুটিংয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন। এছাড়া শাহীন সুমনের ‘মাতাল’ ছবিতেও অভিনয় করছেন অধরা। ছবি দুটির শুটিং প্রায় শেষের পথে। আর ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিটির শুটিং শেষ হয়ে এখন সম্পাদনার কাজ চলছে। আশা করা যাচ্ছে, খুব শিগগিরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

‘ড্রিম গার্ল’ ছবির নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়ে কেমন লাগছে? অধরাঃ ‘ড্রিম গার্ল’ এটা আমার জন্য অনেক বড় একটা ‘সারপ্রাইজড’। ইস্পাহানী আরিফ জাহান স্যারের সঙ্গে একটি ছবি চলাকালীন সময়ে নতুন করে আরো একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়া আমার ক্যারিয়ারের জন্য একটি বড় সারপ্রাইজড।  আমি স্যারে প্রতি কৃতজ্ঞ। আমি কখনোই ভাবিনি যে, ওনার সঙ্গে একটি মুভির কাজ শেষ করতে না করতেই আরেকটি মুভিতে আমাকে তিনি কাস্ট করবেন। স্যার, আমার ওপরে যে আস্থা রেখেছেন তার প্রতিদান দিতে পারলেই আমি খুশি।  চেষ্টা করব নিজের সেরা অভিনয়টা উপহার দিতে। এমন গুণী নির্মাতার ছবিতে কাজ করতে পারছি, এটা আমার জন্য আনন্দের। 

‘ড্রিম গার্লে’ আপনার বিপরীতে কে অভিনয় করছেন এমন প্রশ্নে জবাবে অধরা জানান, আমি সবে মাত্র ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি।  ওই ছবিতে নায়ক হিসেবে কে থাকছেন সে বিষয়ে আমি এখনো কিছু জানি না। এব্যাপারটা ছবির পরিচালক বলতে পারবেন।

‘নায়ক’ ছবির কাজ কতদূর এগিয়েছে জানতে চাইলে তিনি বলেন, ছবির সব কাজ প্রায় শেষ হয়ে এসেছে। আশা করছি খুব শিগগিরই গানগুলোর কাজও শেষ হবে।   নাটকে অভিনয়ের প্রস্তাব পেলে করবেন কি? উত্তরে অধরা বলেন, দেখুন বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে আমার অভিনয় ক্যারিয়ার শুরু। এই মুহূর্তে আমার ধ্যান জ্ঞান পুরোটাই সিনেমার চরিত্রকে ঘিরে। তাই আপাতত কোনো নাটকে অভিনয়ের কথা ভাবছি না।  

ভালো অভিনেত্রী হতে অ্যাকাডেমিক জ্ঞান কতখানি প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? অধরাঃ শিল্পসত্তার জন্য স্মার্ট বা শিক্ষিত হতে হবে এমন কোনো কানেকশন আছে বলে আমার মনে হয় না।  ভালো অভিনেতা/অভিনেত্রী হবার জন্য অভিনয় জ্ঞানটাই মুখ্য।  তবে শিক্ষার প্রয়োজন আছে। সর্বোপরী আপনাকে বুঝতে ও জানতে হবে অনস্কিনে একজন দর্শক সব সময় আপনার অভিনয়টাই দেখবেন সার্টিফিকেট না।  

শুরুতে পর্দায় অভিনয় করা কি চ্যালেঞ্জের?  অধরা খানঃ যেহেতু আমি আগে কোনো মাধ্যমেই কাজ করিনি সেহেতু এখন আমার জন্য প্রতিটি কাজই গুরুত্বপূর্ণ।  আর আমি নিজেকে উপস্থাপন করতে প্রতিটি নতুন কাজকেই চ্যালেঞ্জ হিসেবে দেখি। চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেয়ার। সেই সঙ্গে সিনিয়রদের সহযোগিতার কথা অবশ্যই বলতে হয়। ‘নায়ক’ ছবিতে এক সঙ্গে কাজ করার সুবাদে মৌসুমীর আপুর ব্যবহার, স্নেহের পরশ, আন্তরিকতা ও অভিনয় আমি আমাকে মুগ্ধ করেছে। উল্লেখ্য, নায়ক ছবিতে মৌসুমীর ছোট বোনের চরিত্রে দেখা যাবে অধরাকে। মৌসুমীর চরিত্রের নাম অদিতি এবং অধরা অভিনয় করছেন অন্তু খান চরিত্রে।

এইচএস