English Version
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮ ১৪:৩৬

পটুয়াখালী -২ আসনে দরকার তরুণ প্রজন্ম

নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালী -২ আসনে দরকার তরুণ প্রজন্ম

আগামী জাতীয় নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে তরুণ প্রজন্মের প্রতিনিধিকে নৌকার প্রার্থী হিসেবে দেখতে চায় বাউফলবাসী।  সে লক্ষ্যে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে মনোনয়নের প্রত্যাশা  ছাত্রনেতা জোবায়দুলহক রাসেল।

নৌকার মনোনয়নের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, আমি সব সময় নিজেকে দলের জন্য নিয়োজিত রেখেছে।  আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।  আমি দুসময়, দুর্দিনে শেখ হাসিনার পাশে ছিলাম।  ২১ আগস্টে গ্রেনেড হামলায় আহত হয়েছি।  আপা যখন গ্রেফতার হয়, আমিও তার সঙ্গে গ্রেফতার হয়েছি।  ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত সব সময় আপার সঙ্গে ছিলাম।  সারা বাংলাদেশ আপার সঙ্গে ঘুরেছি।  দলীয় মিছিল, মিটিং, আন্দোলনে সব সময় রাজপথে ছিলাম। আগামীতেও থাকবো।

নিজ এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিজের সম্পর্কে কথা তুলে ধরে তিনি বলেন, তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আওয়ামী লীগের মনোনয়ন পেলে তৃণমূলের নেতারা আমার জন্য কাজ করবে।  আমার পাশে থাকবে।

এলাকার উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরে রাসেল বলেন, বাউফলকে একটি আধুনিক, মাদকমুক্ত এবং বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন করতে চাই।  দলীয় প্রভাব খাটিয়ে কেউ স্কুল, কলেজের সভাপতি নির্বাচিত হতে পারবে না।  শিক্ষার সাথে যারা সম্পৃক্ত অর্থাৎ প্রাক্তন শিক্ষকদেরকেই স্কুল কলেজের সভাপতি করব।  যারা প্রতিষ্ঠান থেকে নেবার আসা করবে না, সব সময় ভালো উদ্যোগ নিবে।  যাতে ছেলে-মেয়েরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করে।

দল থেকে নিজের প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছি। এখন আর চাওয়ার কিছু নেই। কিন্তু তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে যদি প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দেয় তবে সে দায়িত্ব যথাযথভাবে পালন করবো। অথবা আমাকে না দিয়ে দল থেকে অন্য কাউকে বা যাকেই মনোনয়ন দেয়া হোক, দলের হয়ে তার জন্যই কাজ করবো। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর আর কোনো কথা নেই।  তিনি যা বলবেন তাই হবে বলেও জানান তিনি।

নিজের ইচ্ছের কথা জানিয়ে তিনি বলেন, আমি তরুণ প্রজন্মের প্রতিনিধি।  কাজ করার গতি আমার আছে। এলাকার উন্নয়নে সব সময় নিজেকে মনোনীত রাখতে পারবো।  দলীয়ভাবে এলাকার উন্নয়নের রাস্তাঘাট, স্কুল, কলেজের জন্য বরাদ্দ নিতে পারবো।  বেকারদের কর্মসংস্থান করতে পারবো।  আমি এলাকার উন্নয়নের জন্য দলের কেন্দ্রীয় নেতাদের কাছে চাইতে পারবো। কিন্তু বর্তমান সংসদ সদস্য সিনিয়র মানুষ। তার ইচ্ছা থাকলেও হয়তো চাইতে পারে না।  এজন্যই তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

বাউফলের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আমি বাউফলের রাসেল হয়ে থাকবো।  বিচারপতির ছেলে হিসেবে নয়। এলাকার ছেলে হিসেবে সব সময় জনগণ আমাকে পাশে পাবে। 

পটুয়াখালী-২ (বাউফল) আসনে জোবায়দুলহক রাসেল ছাড়াও আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন- বর্তমান সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, এসএম (জাপান) ফিরোজ, পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক রেজা।

 

আনোয়ার হোসাইন সোহেল