অগোছালো মনের মানুষের সঙ্গে অধরার প্রেম

ঢাকাই চলচ্চিত্রে হালের ব্যস্ততম নায়িকাদের একজন এখন অধরা খান। দিনের বেলায় কয়েকবার মুঠোফোনে কল দিয়েও না পাওয়ায় রাতে মোবাইলে মেসেজ করতেই ওপাড় থেকে কল। ‘পুরোদিনই শুটিংয়ে থাকায় কোনো কলই ধরতে পারিনি। সন্ধ্যায় মোবাইলে মেসেজ দেখতে পেয়ে কল দিলাম’। কথাগুলো নিজেই বলছিলেন অধরা খান। যিনি নিজেকে কখনও দুষ্ট, কখনও মিষ্টি মেয়ে আবার কখনওবা ভালোবাসার প্রেমিকা হিসেবে প্রতিটি ছবিতেই নতুন রূপে উপস্থাপন করতে চান। ইতোমধ্যে তিনি তার বাচন ভঙ্গির মাধ্যমে জয় করে নিয়েছেন বিনোদন জগতের অনেক মানুষের হৃদয়। ছোট্ট ছোট্ট বাক্যে দ্য ঢাকা পোস্টকে অধরা জানালেন তার বর্তমান সময়ের কিছু ব্যস্ততম মুহূর্তের কথা।
কেমন আছেন?
উত্তরঃ জ্বি ভালো।আপনি?
আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
‘পাগলের মতো ভালোবাসি’ ছবির কাজ কতদূর এগিয়েছে?
উত্তরে অধরা জানালেন, প্রায় শেষ পর্যায়ে আছে। তবে পরিচালক সমিতির পিকনিকের কারণে সবাই ব্যস্ত থাকায় কিছুটা দেরি হচ্ছে। আশা করছি খুব শিগগিরই বাকি কাজ শেষ হবে।
‘মনের শহর’ ছবির কাহিনী সম্পর্কে একটু বলুন-
উত্তরে অধরাঃ এখনই সব বলে দিলে কেমন হবে? একটু অপেক্ষা করেন। হ্যাঁ বলছি, ছবিতে আমি অত্যন্ত সাধারণ একটি মেয়ের চরিত্রে অভিনয় করব। এতে শহরের একটি বেকার ছেলে যে, শিল্পীমনা অগোছালো ও খামখেয়ালী পনায় ভরপুর জীবন অভ্যস্ত তাকে গোছালো সুন্দর জীবনের দিকে নিয়ে আসাই হবে আমার প্রধান চ্যালেঞ্জ।
বাস্তবে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন?
উত্তরেঃ প্রচণ্ড হাসি, না রিয়েল লাইফে এ ধরনের কিছু নাই। তবে ছবির গল্পটি আমার বেশ ভালো লেগেছে। এখন নিজেকে মানুষিক ভাবে প্রস্তুত করছি। যাতে নিজের মধ্যে সেই চরিত্র ফুটিয়ে তুলতে পারি।
ছবিটি কি ঢাকা শহর কেন্দ্রিক?
উত্তরে অধরাঃ হ্যাঁ, ঢাকা কেন্দ্রিক গল্প তাই ঢাকাতেই শুটিং হবে।আগামী ১২ মার্চ থেকে শুরু হবে ছবির শুটিং তা একটানা চলবে ৩১ মার্চ পর্যন্ত।
পরিচালক শাহীন সুমনের ‘পাগলের মতো ভালোবাসি’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক অধরার। বর্তমানে তিনি ‘মাতাল’ ও ‘রাগী’ ছবিতে শুটিং করছেন। ক্যামেরা ক্লোজের অপেক্ষায় রয়েছে ‘পাগলের মতো ভালোবাসি’। এছাড়াও প্রায় অর্ধডজন নতুন ছবির নায়িকা হিসেবে পরিচালকদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অধরা খান।