English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০১

ইসরায়েলি হামলায় গাজায় ৫ সাংবাদিক নিহত

নিজস্ব প্রতিবেদক
ইসরায়েলি হামলায় গাজায় ৫ সাংবাদিক নিহত

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন। মধ্য গাজার একটি হাসপাতালের পাশে এ হামলা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদন বলা হয়েছে, নিহতরা আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিক ছিলেন। তারা নুসিরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের কাছে সংবাদ সংগ্রহে গিয়েছিলেন।  

নিহতরা হলেন– ফাদি হাসসুনা, ইব্রাহিম আল-শেখ আলী, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কুমসান এবং আয়মান আল-জাদি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, একটি গাড়ি আগুনে পুড়ে গেছে। গাড়ির পেছনে বড় লাল অক্ষরে প্রেস শব্দটি লেখা।

কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, বেসামরিক প্রতিরক্ষা দলগুলো মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনাস্থলে আগুন নিভিয়েছে।

এ ব্যাপারে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।