English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১০

রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রুশ শিশুসহ নিহত ৬

নিজস্ব প্রতিবেদক
রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রুশ শিশুসহ নিহত ৬

ইউক্রেনের প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় শিশুসহ ৬ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাশিয়ার কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনস্টেইন।

হামলায় ১৩ বছর বয়সী এক কিশোরসহ দশজন আহত হয়েছেন এবং সামান্য আঘাতের কারণে পরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খিনস্টেইন টেলিগ্রামে লিখেছেন।

তিনি আরও বলেছেন, ‘আজ যা ঘটেছে তা আমাদের সকলের জন্য একটি বিশাল ট্র্যাজেডি। আমরা নিহতদের পরিবারের সাথে একত্রে শোকাহত। সবাইকে সহায়তা করা হবে।’

দায়ী ব্যক্তিরা উপযুক্ত জবাব পাবেন বলেও জানান আলেকজান্ডার খিনস্টেইন।  

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া পরে নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে বলেন, ‘কিয়েভ সরকারের এই পদক্ষেপের প্রতিক্রিয়া দ্রুত জানাবে মস্কো।’

অবশ্য ইউক্রেনের কর্তৃপক্ষ এ ঘটনায় কোনো মন্তব্য করেনি।