English Version
আপডেট : ৮ ডিসেম্বর, ২০২৪ ১০:১৫

এক সপ্তাহে সিরিয়ায় নিহত অন্তত ৩৭০: জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক
এক সপ্তাহে সিরিয়ায় নিহত অন্তত ৩৭০: জাতিসংঘ

সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারি বাহিনীর লড়াইয়ে গত এক সপ্তাহে তিন শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া জীবন বাঁচাতে অন্তত তিন লাখ ৭০ হাজার মানুষ ঘর ছেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) বিষয়টি জানিয়েছে।

ওসিএইচএ সতর্ক করে বলেছে, দেশটির উত্তরাঞ্চলে শুরু হওয়া বৈরিতা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। ফলে সিরিয়ার বেসামরিক নাগরিকদের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। লড়াইয়ের কারণে দেশটির অবকাঠামোগত ক্ষতিসহ ত্রাণ সরবরাহ কার্যক্রমও হুমকিতে পড়েছে।

ওসিএইচএ জানিয়েছে, গত এক সপ্তাহে শত শত বেসামরিক লোক হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর সঠিক সংখ্যা নিশ্চিত না হওয়া গেলেও, শুধু হামা এলাকায় ৩৭০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া হাজার হাজার মানুষ দেশটির উত্তর-পূর্বাঞ্চলে পালিয়ে গেছে।

সিরিয়ায় যুদ্ধ পরিস্থিতি অবনতি হওয়ার পর থেকে অন্তত তিন লাখ ৭০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলেও জানিয়েছে ওসিএইচএ।