English Version
আপডেট : ১৫ অক্টোবর, ২০২৪ ১১:৪০

বায়ু দূষণ রোধে আতশবাজি নিষিদ্ধ করল নয়াদিল্লি

নিজস্ব প্রতিবেদক
বায়ু দূষণ রোধে আতশবাজি নিষিদ্ধ করল নয়াদিল্লি

ভারতের রাজধানী নয়াদিল্লির বায়ু দূষণ নিয়ন্ত্রণে আতশবাজির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দিল্লির দূষণ নিয়ন্ত্রণ কমিটির এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে গতকাল সোমবার এএফপি জানায়, ‘শহরটিতে সব ধরনের আতশবাজি তৈরি, সংরক্ষণ, বিক্রি ও ফাটানো সম্পূর্ণ নিষিদ্ধ। উচ্চ বায়ু দূষণ রোধে জনস্বার্থে এ আদেশ দেওয়া হয়েছে। পহেলা নভেম্বর হিন্দু ধর্মীয় উৎসব দীপাবলির দুই সপ্তাহ আগে আদেশটি দেওয়া হলো।’

অনেকে আতশবাজিকে হিন্দুদের ধর্মীয় উৎসব দীপাবলি উদযাপনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করেন। দর্শনীয় ও রঙিন উৎসবটি অন্ধকারের ওপর আলোর বিজয়ের প্রতীক হিন্দু দেবী লক্ষ্মীপূজা উপলক্ষে এই আয়োজন করা হয়। তবে পুলিশ প্রায় ৩ কোটি মানুষের এই শহরে বিধিনিষেধগুলো বরাবরই শিথিল চোখে দেখে থাকে।

নয়াদিল্লি প্রতি শরৎকালে তীব্র ধোঁয়াশায় আচ্ছন্ন থাকে। পার্শ্ববর্তী অঞ্চলের কৃষকদের খড় পোড়ানোর জন্য এমনটা হলেও দীপাবলিকে ঘিরে বিপুল সংখ্যক আতশবাজি পোড়ানোর ফলে বায়ু দূষণ ব্যাপক আকার ধারণ করে। ২০২০ সালের একটি ল্যানসেট রিপোর্টে বলা হয়েছে যে, ২০১৯ সালে দিল্লিতে বায়ু দূষণের কারণে সৃষ্ট নানা রোগে আক্রান্ত হয়ে প্রায় ১৭,৫০০ লোক প্রাণ হারায়।

নয়াদিল্লির বাসিন্দারা ঝামেলা এড়াতে মাঝরাতে বা ভোরের দিকে আতশবাজি ফোটায়। তবে এ বছর দিল্লির নগর কর্তৃপক্ষ রাজ্য পুলিশকে এ নিষেধাজ্ঞা কার্যকর করার নির্দেশ দিয়েছে। তাদের ‘দৈনিক পদক্ষেপ নেওয়া প্রতিবেদন’ জমা দিতে বলা হয়েছে। এ নিষেধাজ্ঞা ২০২৪ সালের শেষ পর্যন্ত চলবে।