English Version
আপডেট : ১৮ জুন, ২০২৩ ২০:৩৮

তিন দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক
তিন দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়ে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই দেশ তিনটিতে আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

রোববার ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার পবিত্র জিলহজ মাসের প্রথম তারিখের ঘোষণা দেয়।

এদিন জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় মালয়েশিয়া সরকার আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা ঘোষণা করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ ব্রুনাইতেও একইদিন ঈদুল আজহা পালিত হবে।

অপরদিকে ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ইন্দোনেশিয়ার কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ২৯ জুন দেশটিতে ঈদুল আজহা পালিত হবে।

হিজরি জিলহজ মাস শুরু হয় নতুন চাঁদ দেখার মাধ্যমে। এ মাসে পবিত্র হজ পালন করা হয়। আর ১০ তারিখে পালিত হয় ঈদুল আজহা। 

এদিকে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল সোমবার বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা সোয়া ৭টায় এ বৈঠক হবে।