English Version
আপডেট : ৯ জুন, ২০২২ ১৩:১২

লাদাখে চীনের নির্মাণকাজ উদ্বেগজনক : যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
লাদাখে চীনের নির্মাণকাজ উদ্বেগজনক : যুক্তরাষ্ট্র

ভারত-চীন সীমান্তের লাদাখে চীন যে ধরনের অবকাঠামোগত কাজ করছে তা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন মার্কিন সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা।

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কমান্ডিং জেনারেল চার্লস এ ফ্লিনের কথায়, ‘চীনের এই পদক্ষেপের মোকাবিলা করার জন্য আমাদের জোট বাঁধতে হবে। ’

উপগ্রহ চিত্র অনুযায়ী, এ বছর এপ্রিল থেকে প্যাংগং হ্রদ এলাকায় চীনের তৎপরতা বেড়েছে। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে, এপ্রিলে একটি ছোট সেতু ও তার পরে মে মাসে আরেকটি বড় সেতু নির্মাণ করেছে চীন।

এলাকার অবকাঠামো উন্নয়নে তথা প্যাংগং হ্রদের চারপাশে নিজেদের যাতায়াত আরও সুবিধাজনক করতে এসব নির্মাণকাজ চালাচ্ছে বেইজিং।এ প্রসঙ্গে বুধবার জেনারেল ফ্লিন বলেন, ‘চীন যে তৎপরতার সঙ্গে ওই এলাকায় নির্মাণকাজ চালাচ্ছে, তা আমাদের চোখ খুলে দিয়েছে। সব চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারা কেন এই নির্মাণকাজ করছে। ’

মার্কিন এই সেনাকর্মকর্তার মতে, ‘চীনের এই পদক্ষেপ এলাকার ভারসাম্য নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। এই ধরনের কাজ প্রতারণামূলক এবং এলাকার দেশগুলোর মধ্যে সম্পর্কের জন্য ক্ষতিকর। চীনের এই পদক্ষেপের মোকাবিলায় অন্যান্য শক্তিকে জোট বেঁধে কাজ করতে হবে। ’

এ বছর অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথ উদ্যোগে ৯-১০ হাজার ফুট উচ্চতায় সেনাদের প্রশিক্ষণের কাজ শুরু হবে। প্রথমে ভারত ও পরে যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্রশিক্ষণ দেওয়া হবে।সূত্র: আনন্দবাজার পত্রিকা