English Version
আপডেট : ১৫ মার্চ, ২০২২ ১৭:২১

রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে যুদ্ধবিরোধী বার্তা দিলেন এক সাংবাদিক

অনলাইন ডেস্ক
রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে যুদ্ধবিরোধী বার্তা দিলেন এক সাংবাদিক

রাশিয়ার টেলিভিশন চ্যানেলগুলোর ওপর দীর্ঘ সময় ধরে কঠোর হস্তক্ষেপ করে আসছে ক্রেমলিন। দেশটির বেশিরভাগ টিভি চ্যানেলের নিজস্ব দৃষ্টিভঙ্গী সম্প্রচার হয় না। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর চালু করা নতুন আইনে টেলিভিশনের ওপর আরো কঠোর নিয়ন্ত্রণ আরোপ হচ্ছে।

তার পরেও দেশটির রাষ্ট্রীয় টিভি 'চ্যানেল ওয়ান'-এ একজন নারী সাংবাদিক যুদ্ধবিরোধী বার্তা দিয়েছেন।

সেই বার্তাসহ অনুষ্ঠানটি সম্প্রচার হয়েছে। জানা গেছে, সোমবার সকালের একটি অনুষ্ঠানে উপস্থাপিকা ক্যামেরার সামনে বসা ছিলেন। তার পেছনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে যান টিভি চ্যানেলটির একজন সম্পাদক। তাঁর নাম মেরিনা অভিয়ান্নিকোভা।তাঁর ধরে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, 'যুদ্ধ নয়, লড়াই বন্ধ করো, প্রচারণা বিশ্বাস করবেন না, এখানে আপনাদের মিথ্যা বলছে তারা। '

বিবিসি জানিয়েছে, ওই নারী বর্তমানে সম্ভবত পুলিশি হেফাজতে আছেন। তবে বিষয়টি সঠিকভাবে জানা যায়নি।

শুধু প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েই তিনি থেমে যাননি; চিৎকার করে বলেছেন- যুদ্ধ নয়, লড়াই বন্ধ করো। গত রবিবার রাতে আরেক অনুষ্ঠানে তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়া যা করছে সেটা 'অপরাধ'। ক্রেমলিনের হয়ে যে প্রচারণায় তাঁকে অংশ নিতে হচ্ছে, এজন্য তিনি লজ্জিত বলেও জানিয়েছেন।

তিনি বলেছেন, আমি লজ্জিত যে আমি টেলিভিশনের পর্দায় মিথ্যা বলার জন্য নিজেকে অনুমতি দিয়েছি। আমার এজন্য লজ্জা হয় যে, রুশদের জম্বিতে পরিণত হতে দিয়েছি।

রাশিয়ার জনগণকে লড়াইয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেছেন, একমাত্র তারাই 'পাগলামি থামাতে' পারে।সূত্র: বিবিসি।