English Version
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৫২

মাদক পাচারের অভিযোগে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার

অনলাইন ডেস্ক
মাদক পাচারের অভিযোগে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার

যুক্তরাষ্ট্রের একটি আদালত হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট জোয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের আদেশ দেন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রত্যর্পণের অনুরোধ জানানোর পর এই আদেশ দেওয়া হয়। এই আদেশের পর হার্নান্দেজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আদালতের মুখপাত্র মেলভিন দুতার্তে মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের বলেন, হার্নান্দেজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

গতকাল স্থানীয় সময় মঙ্গলবার হন্ডুরাসের রাজধানী তেগুচিগালপায় সাবেক প্রেসিডেন্টের বাসভবন কয়েকশ পুলিশ ঘিরে ফেলে। টেলিভিশন ফুটেজে দেখা যায়, পুলিশ সুরক্ষা দিয়ে হার্নান্দেজকে বাসভবন থেকে বের করে। সেসময় তার পরনে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল এবং হাতকড়া ছিল।

হার্নান্দেজ ২০১৪ সাল থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত হ্নডুরাসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

মাদক পাচারকারী চক্রের সাথে জড়িত চক্রের সদস্য জোয়ান অরল্যান্ডোর ছোট ভাই টনি হার্নান্দেজকে যুক্তরাষ্ট্রে গত বছর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

অনেক বছর ধরে দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের জন্য প্রধান ট্রানজিট দেশ হিসেবে হন্ডুরাসকে ব্যবহার করা হচ্ছে। এছাড়া সম্প্রতি দেশটিতে কোকেইন উৎপাদন করা হচ্ছিল বলে জানা যায়।