English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০২২ ১৭:৪১

পূর্ব ইউরোপে ৩ হাজার সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
পূর্ব ইউরোপে ৩ হাজার সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলা ঠেকাতে পূর্ব ইউরোপে প্রায় ৩ হাজার অতিরিক্ত সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান। খবর রয়টার্স

আজ বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জন কিরবি সাংবাদিকদের বলেছেন, রুশ আগ্রাসন ঠেকাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের মিত্রদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে সবসময় প্রস্তত তারা। তবে এটি কোনো স্থায়ী ব্যবস্থা নয় বলেও জানান তিনি।

রয়টার্স জানায়, বাইডেনের নির্দেশনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগ থেকে প্রায় ১ হাজার ৭০০ সেনা পোল্যান্ডে পাঠানো হবে। জার্মানিতে অবস্থান করা ১ হাজার সেনাকে পাঠানো হবে রোমানিয়ায়। এছাড়া আরো তিনশো সেনাকে ফোর্ট ব্র্যাগ থেকে জার্মানিতে পাঠানো হবে। রাশিয়ার আক্রমণের হুমকি সত্ত্বেও এসব সেনা আপাতত ইউক্রেনে পাঠানো হবে না। পোল্যান্ড ও রোমানিয়ায় এ ৩ হাজার মার্কিন সেনা মোতায়েন থাকবে। 

সেনা মোতায়েন বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনে এক টুইট বার্তায় বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যা বলেছিলেন তার সঙ্গে এ পদক্ষেপ সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ যতদিন পুতিন আক্রমণাত্মক মনোভাব পরিহার না করেন ততদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র তার মিত্র ন্যাটো ও পূর্ব ইউরোপের পাশে থাকবে। 

ইউক্রেন সীমান্তে প্রায় ১ লাখ সেনা মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যেকোনো মুহূর্তে ইউক্রেনে রুশ সেনারা আক্রমণ করতে পারে বলে আশঙ্কায় রয়েছে পশ্চিমা দেশগুলো।