English Version
আপডেট : ২৯ জানুয়ারি, ২০২২ ১৩:৫৩

পরিদর্শনের আগেই ভেঙে পড়ল সেতু

অনলাইন ডেস্ক
পরিদর্শনের আগেই ভেঙে পড়ল সেতু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পরিদর্শনের ঘণ্টা খানেক আগে সেখানে দেশটির একটি সেতু ধসের ঘটনা ঘটেছে। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গের এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ জানুয়ারি) এই ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল ৬টার দিকে সেতুটি ভেঙ্গে পড়ে। এসময় সেতুতে থাকা কয়েকটি গাড়ি নিচে পড়ে যায়।

পিটসবার্গের অগ্নিনির্বাপণ বাহিনীর প্রধান ড্যারিল জোনেস বলেন, ‘সেতু ধসে ব্যাপক গ্যাস লিকেজ হয়েছে। এ ঘটনার পর আশপাশের কয়েকটি বসতবাড়ি থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, বনের ভেতরে নালার নিচে ভেঙে পড়া সড়কের ধ্বংসস্তূপের মধ্যে কয়েকটি গাড়ি জড়ো করে রাখা হয়েছে। বাসের মতো দেখতে একটি যান সেতুর একটি প্রান্তে ঝুলে রয়েছে।

এক টুইট বার্তায় পিটসবার্গের জননিরাপত্তা কর্তৃপক্ষ বলছে, ঘটনাস্থল থেকে গ্যাস লিকেজ হওয়ার ঝাঁঝালো গন্ধ আসছে।